বিশ্বজমিন
শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি পোপ
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:২৪ অপরাহ্ন

হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস। শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে রোমের একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। চিকিৎসকরা বলছেন, আগামী কয়েক দিন তাকে হাসপাতালেই থাকতে হবে। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে জানানো হয়, ৮৬ বছর বয়স্ক পোপ ফ্রান্সিস ক্যাথলিক চার্চের প্রধান, রোমের বিশপ এবং ভ্যাটিকান সিটি স্টেটের প্রধান। সাম্প্রতিক সময়ে তার শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। তার কোভিড-১৯ আছে কিনা জানতে পরীক্ষাও চালিয়েছেন চিকিৎসকরা। তবে কোভিড পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। পোপের নিরাপত্তায় হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তার নিকটতম সহকর্মীরা জেমেলি হাসপাতালে তার সঙ্গে রাত্রিযাপন করবেন বলে জানা গেছে।
এমন সময় পোপ ফ্রান্সিস অসুস্থ হয়ে পড়লেন যখন বছরের সবচেয়ে ব্যস্ত সময় চলছিল। ইস্টার উইকএন্ডের আগে তার অনেক ইভেন্ট এবং পরিষেবামূলক কার্যক্রম নির্ধারিত করা আছে। এছাড়া এপ্রিলের শেষে তার হাঙ্গেরি সফরে যাওয়ার কথা আছে।
তবে পোপ এখন দায়িত্ব পালনে সক্ষম কিনা তা নিয়ে ড্যানিয়েল সাকো নামে তার এক ঘনিষ্ট সহকর্মী বলেন, এই সিদ্ধান্ত পোপকে নিজেরই নিতে হবে যে তিনি চালিয়ে যেতে পারবেন কিনা। এটি খুবই দুঃখজনক। কারণ, একজন লাতিন আমেরিকান হিসাবে, আমি এই পোপের প্রতিনিধিত্ব পছন্দ করছিলাম। তিনি ছিলেন খুব খোলা মনের মানুষ।
হাঁটুর সমস্যার কারণে পোপ সাম্প্রতিক মাসগুলিতে হুইলচেয়ার ব্যবহার শুরু করেছেন। এর আগে ২০২১ সালে কোলন সমস্যার চিকিৎসার জন্য তিনি অস্ত্রোপচারও করেছিলেন। জানুয়ারিতে তিনি জানিয়েছিলেন যে, তার অসুস্থতা আবারও ফিরে এসেছে। অসুস্থতা সত্ত্বেও পোপ ধর্ম প্রচারে সক্রিয় রয়েছেন এবং একাধিক দেশে ভ্রমণ করেছেন। তিনি ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো এবং দক্ষিণ সুদান সফর করেন।