বিশ্বজমিন
রাজনৈতিক মীমাংসার পথে ফেরার আহ্বান চীনের
মানবজমিন ডেস্ক
(৬ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ১১:১৪ পূর্বাহ্ন

রাজনৈতিক মীমাংসার পথে ফিরতে ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বার্তা সংস্থা এএফপি বলছে, দুই দেশ যখন ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা বৃদ্ধি করছে তখন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ আহ্বান জানানো হয়েছে। তারা বলেছে, পারমাণবিক অস্ত্রের অধিকারী এই প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আমরা ভারত ও পাকিস্তান উভয় পক্ষকে জোর দিয়ে আহ্বান জানাচ্ছি শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিতে। তাদেরকে শান্ত ও বিরত থাকার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিকভাবে পরিস্থিতি স্বাভাবিক করে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। (সামরিক) পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। কারণ, এতে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, পাকিস্তানে বড় মাপের দাতা চীন। অন্যদিকে ভারতের সঙ্গে এশিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে তাদের প্রতিযোগিতা আছে। এর প্রেক্ষিতে তারা এর আগে পাকিস্তানের পক্ষে থাকার কথা বলেছে। কিন্তু পরিস্থিতি যখন আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে, তখন চীনের এমন আহ্বান যথার্থ।