বিশ্বজমিন
পাকিস্তানের গোলার আঘাতে কাশ্মীরের সিনিয়র কর্মকর্তা নিহত
মানবজমিন ডেস্ক
(৭ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ১০:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩৩ অপরাহ্ন

পাকিস্তানের গোলার আঘাতে কাশ্মীরের রাজৌরিতে নিজের বাড়িতে নিহত হয়েছেন জম্মু-কাশ্মীরের সিনিয়র কর্মকর্তা রাজ কুমার থাপা। ভারতের দাবি, অপারেশন সিঁদুরে পাকিস্তানের ৯টি স্থানে ‘সন্ত্রাসীদের অবকাঠামোতে’ হামলা চালিয়েছে ভারত। তারপর জম্মু ও কাশ্মীরে বেসামরিক এলাকাকে টার্গেট করে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নিহত হয়েছেন রাজ কুমার। পেহেলগাম হামলার জবাবে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ওই হামলা চালায় পাকিস্তান। তারা কাশ্মীর অঞ্চলে ভারি গোলা ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, রাজ কুমার নিহত হয়েছেন শনিবার ভোরে। সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, হতাশা ও বেদনা প্রকাশের কোনো ভাষা নেই তার। ঘটনার সময় রাজ কুমার অনলাইনে মিটিং করছিলেন। মুখ্যমন্ত্রী এক্সে বলেছেন, রাজৌরি থেকে বেদনাদায়ক খবর। জম্মু-কাশ্মীর প্রশাসনিক সার্ভিসের একজন আত্মনিবেদিত কর্মকর্তাকে আমরা হারিয়েছি। আগেরদিনও তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে জেলার বিভিন্ন স্থানে গিয়েছেন। অনলাইন মিটিংয়ে যোগ দিয়েছেন। কিন্তু আজ তার বাড়িতে আঘাত করেছে পাকিস্তানি গোলা। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিজেপির নেতা রবীন্দর রাইনা। বলেছেন, তিনি ছিলেন খুবই অমায়িক মানুষ এবং জনগণের প্রতি উৎসর্গিত। তিনি দেশ এবং সমাজের জন্য আন্তরিক সেবা দিয়েছেন।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের সীমান্ত অঞ্চলে ভারি লড়াই হচ্ছে। জম্মু থেকে একজন প্রতিবেশীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, রাজকুমারের বাড়ির অংশবিশেষ উড়ে গেছে। গাড়ি ধ্বংস হয়ে গেছে। অপারেশন সিঁদুরের পর জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। ভারত দাবি করেছে তারা অপারেশন সিঁদুরের অধীনে দুটি উগ্রবাদি সংগঠন জৈশ ই মোহাম্মদ এবং লস্করে তৈয়বার অবকাঠামোতে হামলা করেছে। বিশ্বের বিভিন্ন দেশে এই দুটি সংগঠন নিষিদ্ধ। তারা কয়েক দশকে ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের স্থাপনায় হামলার পর ভারত বলছে, তারা কোনো সামরিক স্থাপনায় হামলা করেনি। তবে জবাবে পাকিস্তান ভারতে আবাসিক এলাকায় হামলা করেছে বলে দাবি ভারতের। তারা বলেছে, ভারতে উপাসনালয়কে টার্গেট করেছে তারা। ড্রোন হামলা করছে। জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে রাজস্থান পর্যন্ত এই হামলা করছে। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর বাজানো হয়েছে সাইরেন।
পাঠকের মতামত
ফি-নারে জাহান্নাম !! জাহান্নামে স্বাগতম !!