বিশ্বজমিন
‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ অর্থ কি!
মানবজমিন ডেস্ক
(৮ ঘন্টা আগে) ১০ মে ২০২৫, শনিবার, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৩৩ অপরাহ্ন

শনিবার ভোরে তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারতে ‘অপারেশন বুনিয়ান-উল-মারসুস’ শুরু করেছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। বুনিয়ান উল মারসুস চয়ন করা হয়েছে পবিত্র কোরআন থেকে। এর অর্থ গলিত সীসা দিয়ে তৈরি প্রাচীর। এর মধ্য দিয়ে পাকিস্তান তার শক্তি, সংহতি ও দুর্ভেদ্যতার সক্ষমতা সম্পর্কে জানান দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, শনিবার ভোরে রাজধানী ইসলামাবাদের কাছে একটি সহ তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করে ভারত। এর বেশির ভাগকেই আকাশে ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা বিভাগ।
উল্লেখ্য, কাশ্মীরকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। কিন্তু গত বুধবার থেকে প্রতিদিনই তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এতে এ পর্যন্ত বেশ কিছু মানুষ নিহত হয়েছেন। যুদ্ধপরিস্থিতিতে প্রকৃত তথ্য পাওয়া দুষ্কর হয়ে পড়ে। এক্ষেত্রে তাই হয়েছে। একদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবরের ছড়াছড়ি। অন্যদিকে সংশ্লিষ্ট রাষ্ট্র যেটুকু তথ্য দিচ্ছে তার বাইরে কিছু জানা প্রায় দুরূহ হয়ে পড়েছে। ফলে প্রকৃতপক্ষে কি মাত্রায় সংঘর্ষ হচ্ছে তা বোঝা কঠিন। তবে পরিস্থিতি বলছে, লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। বিভিন্ন সামরিক ঘাঁটিতে যখন হামলার কথা বলা হচ্ছে, তখন এই লড়াই কঠিন বার্তা দিচ্ছে।