ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

ভোটের অধিকার বাধাগ্রস্ত হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
mzamin

বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশে সংস্কার করে আসছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পালনে বিএনপি বদ্ধপরিকর। শুধু ঢাকায় নয়, দলের ঘোষিত ৩১ দফা নিয়ে প্রান্তিক পর্যায়ে কাজ করছে বিএনপি। মানুষের আস্থা ধরে রাখতে দীর্ঘ ত্যাগ স্বীকার করেছে বিএনপি উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নিজেদের মধ্যে মত পার্থক্য থাকবে। কিন্তু ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। কোনোভাবে যেন এ দেশের মানুষের ভোটের ও গণতান্ত্রিক অধিকার খর্ব না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। জনগণের ভোটের আর রাজনৈতিক অধিকার বাধাগ্রস্ত হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিরোধী দলগুলোর ত্যাগকে বৃথা যেতে দেয়া হবে না। আমাদের সফলতা অর্জন করতে হলে এখনও অনেক পরিশ্রম করতে হবে। যেকোনো মূল্যে এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। 

রাজনীতিকে টিকিয়ে রাখতে হলে জনগণ ছাড়া কোনো উপায় নেই মন্তব্য করে তারেক রহমান বলেন, আমরা জুলুম করবো না, প্রতিশোধ নেবো না। আমরা প্রতিশোধ নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা দেশের জনগণের কাছে রাষ্ট্রের আগামী কাঠামো তুলে ধরবো। জনগণ যাতে আগামী দিনে বিএনপি’র ওপর আস্থা রাখতে পারে। তাই জনগণের আস্থা ধরে রাখতে প্রতিটি বিএনপি নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেয়া হবে। এছাড়া কৃষিকে আধুনিকায়ন। কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। এর আগে তিনি ভার্চ্যুয়ালি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়া নেতাকর্মীর প্রশ্ন ও প্রস্তাবনা শুনে উত্তর দেন।

পঞ্চগড় জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশারফ হোসেন, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ,  কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক এমপি রেহেনা আক্তার রানুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সকালে কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। এতে জেলা-উপজেলা বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওদিকে দুপুরে দিনাজপুর শহরের লালুপাড়া এলাকার নাজমা গার্ডেনে জেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন- বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান আলোচক হিসেবে ছিলেন বিএনপি’র মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ আহমেদ। আলোচক ছিলেন- প্রফেসর মোরশেদ খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ব্যারিস্টার রুমিন ফারহানা, ফারজানা শারমিন পুতুল, মো. আবদুস সাত্তার পাটোয়ারী ও ফজলুর রহমান খোকন।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status