ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

স্থিতিশীল হচ্ছে ডলারের বাজার

অর্থনৈতিক রিপোর্টার
৩০ মার্চ ২০২৫, রবিবারmzamin

ঈদুল ফিতরকে সামনে রেখে রেমিট্যান্স ও রপ্তানি প্রবৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রা ডলারের বাজারে স্থিতিশীলতা বিরাজ করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০শে মার্চ পর্যন্ত ব্যাংকগুলোর নিট ওপেন পজিশন (এনওপি) বেড়ে ৫৫০ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা মাসের শুরুতে ছিল মাত্র ১৫০ মিলিয়ন ডলার।

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিংয়ের ফলে হুন্ডির প্রবাহ কমেছে, বৈধপথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে। এতে ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার তারল্যও বেড়েছে, যা বাজারকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, চলতি মার্চ মাসের প্রথম ২৬ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ২৯৪ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮২.৪ শতাংশ বেশি। ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংক আশা করছে, মাসের শেষ নাগাদ এই অঙ্ক ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে, যা হবে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২৬শে মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২,১৩৪ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮.৪ শতাংশ বেশি।

একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ডলার সরবরাহ বেশি থাকায় মুদ্রাবাজারে স্থিতিশীলতা এসেছে। প্রবাসীরা বৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন, যা অর্থনীতির জন্য ইতিবাচক।

সংশ্লিষ্টরা জানান, রেমিট্যান্স দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এটি বৈদেশিক মুদ্রার সরবরাহ বৃদ্ধির পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আশা করছেন, আগামী মাসগুলোতেও রেমিট্যান্সের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে, যা সামগ্রিক অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে রপ্তানি আয় ২.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩.৯৭ বিলিয়ন ডলারে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) রপ্তানি আয় ১০.৫৩ শতাংশ বেড়ে ৩,২৯৪ কোটি ডলারে পৌঁছেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, হিমায়িত খাদ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে। তবে হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য এবং পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কিছুটা কমেছে।

রেমিট্যান্স ও রপ্তানি প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৭শে মার্চ পর্যন্ত মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৪৪ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুসারে প্রকৃত রিজার্ভ ২০.২৯ বিলিয়ন ডলার।
অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ইতিবাচক প্রবাহ বজায় থাকলে রিজার্ভ আরও শক্তিশালী হবে, যা আমদানি ব্যয় নির্বাহ এবং বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

ব্যাংকারদের মতে, রেমিট্যান্স প্রবাহ বাড়ার ফলে ব্যাংকগুলোর ডলার সংকট অনেকটাই কমেছে। আগের মতো রেমিট্যান্স ডলার কেনার প্রতিযোগিতা না থাকায় বাজার স্থিতিশীল অবস্থায় ফিরেছে। বর্তমানে আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের বিনিময় হার নির্ধারিত হয়েছে ১২২ টাকা, যা আমদানিকারকদের জন্যও স্বস্তির বার্তা দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ঈদ সামনে রেখে নগদ টাকার চাহিদা থাকলেও ব্যাংকগুলোতে তারল্যের ঘাটতি নেই। ২৫শে মার্চ স্বল্পমেয়াদি আন্তঃব্যাংক ঋণের সুদহার ১০ শতাংশ থেকে কমে ৯.৯৫ শতাংশ হয়েছে, যা বাজারে পর্যাপ্ত তারল্যের ইঙ্গিত দেয়। 
 

পাঠকের মতামত

ডলারের বাজার যেভাবে বৃদ্ধি হয়েছে তাতে শুধু বাজার স্থিতিশীল হলে জনগণের জন্য লাভজনক কিছু হবেনা। ডলারের মুল্য কমিয়ে পুর্বের ১০০ টাকায় কিভাবে আনা যায় সেই চেষ্টা করতে হবে।

আব্দুল জব্বার
৩০ মার্চ ২০২৫, রবিবার, ৭:১৯ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status