শেষের পাতা
টাকা আত্মসাৎ
ব্যাংক কর্মকর্তা আটকের একদিন পর অপর কর্মকর্তার আত্মহত্যা
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৫, বুধবারচাঁদপুরের শাহরাস্তিতে গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এর একদিন পর অপর এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গতকাল উপজেলার সূচিপাড়া উত্তর ইউপির সূচিপাড়া বাজারের জব্বার প্লাজার ৫ম তলায় একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তিনি একটি চিরুকুট লিখে যান। এতে লেখা ছিল, ‘গত কাল আটক হওয়া মুল অভিযুক্ত জাবেদ ভাইকে আমি ক্ষমা করে দিলাম’।পুলিশ ওই চিরুকুট, ঝুলন্ত মরদেহ উদ্ধার ও আলামত জব্দ করেছে।
নিহত ব্যাংক কর্মকর্তা শরীয়তপুরের জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামের সিরাজুল সর্দারের ছেলে রাকিব হাসান (২৮)। তিনি ১ বছর পূর্বে এ ব্যাংক শাখায় সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। জানা যায়, সূচীপাড়া দক্ষিন বাজারের জনতা ব্যাংক পিএলসি শাখার সিনিয়র অফিসার রাকিব হাসানের সকালে সাড়া শব্দ না পেয়ে তার অপর সহকর্মী নাজিম উদ্দিন পাশের রুমে আটকা পড়েন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে, শাহরাস্তি মডেল থানার ওসি মো. আবুল বাসার এসে ওই কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। এদিকে গত সোমবার ওই ব্যাংক শাখার ৬টি একাউন্ট থেকে ৮৪ লক্ষ টাকার অধিক অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ একটি অভিযোগ শাহরাস্তি মডেল থানায় দায়ের করেন।
সে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যাংক শাখার সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইনকে আটক করে চাঁদপুর আদালতে প্রেরণ করে। বিভিন্ন সময়ে তিনি কয়েকটি অ্যাকাউন্ট থেকে কৌশলে ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাতের উদ্দেশ্যে ওই টাকা হস্তান্তর করেন। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার কুমেদপুর গ্রামে। শাহরাস্তি মডেল থানার ওসি মো. আবুল বাসার জানান, ব্যাংক ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত এক কর্মকর্তাকে আটকের একদিনের পর অপর কর্মকর্তা হাসানের আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ ছাড়া অর্থ আত্মসাতের বিভিন্ন দালিলিক প্রমাণাদি দুদকে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।