বিশ্বজমিন
মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংকটের মাঝে যুক্তরাষ্ট্রে ভাইস-প্রেসিডেন্সিয়াল বিতর্ক
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২ অক্টোবর ২০২৪, বুধবার, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৭ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংকটের মধ্যে ভাইস-প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি হলেন রিপাবলিকানদের পক্ষে জেডি ভ্যান্স এবং ডেমোক্র্যাটদের পক্ষে টিম ওয়ালজ। নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত এই বিতর্কের উদ্বোধনী অংশে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন উভয় নেতা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, বিতর্কে সিবিএস মডারেটর তাদের উভয়কে জিজ্ঞেস করেছিলেন ইরানের হামলার বিরুদ্ধে তারা ইসরাইলকে সমর্থন করবে কিনা। কিন্তু তারা উভয়ই ওই প্রশ্নের সরাসরি কোনো জবাব দেননি। ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিসের রানিং মেট টিম ওয়ালজ যেভাবে উত্তর দিয়েছেন তাতে প্রথমে কিছুটা বিভ্রম তৈরি হয়েছিল। তিনি বলেছেন, ইসরাইলের প্রতিদ্বন্দ্বিদের বিস্তারে এ বিষয়টি স্পষ্ট যে সেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এখন মৌলিক প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরে সরাসরি ডনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে তার সময়ের পররাষ্ট্র নীতির সমালোচনা করার দিকে মনোনিবেশ করেন মিনেসোটার এই গভর্নর। রিপাবলিকানদের ওহাইও সিনেটর ভ্যান্স ইরানের পরমাণু শক্তির দাবি প্রত্যাহার করেছেন। তিনিও ইরান-ইরাইল সম্প্রতিক প্রসঙ্গে সরাসরি কোনো উত্তর দেননি।