ঢাকা, ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

কোটা আন্দোলনকারীদের নিরাপত্তা দেয়ার আহ্বান জাতিসংঘের

মানবজমিন ডেস্ক

(৯ মাস আগে) ১৭ জুলাই ২০২৪, বুধবার, ১২:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন

mzamin

ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে সৃষ্ট পরস্থিতি সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত জাতিসংঘ। তারা বিষয়টি নিবিড়ভাবে এবং উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে বিক্ষোভকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক। তার কাছে মুশফিক জানতে চান- সরকারি চাকরি ব্যবস্থায় কোটা ব্যবস্থার পরিবর্তে মেধাভিত্তিতে নিয়োগের দাবিতে বাংলাদেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা করেছে বিক্ষোভকারীদের ওপর। এতে কমপক্ষে ৬ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এই পরিস্থিতি সম্পর্কে মহাসচিব কি অবহিত? 
উত্তরে স্টিফেন ডুজাররিক বলেন- হ্যাঁ। আমরা পরিস্থিতি সম্পর্কে খুব ভালভাবে অবহিত। নিবিড়ভাবে এবং উদ্বেগের মাধ্যমে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা। আমি মনে করি বাংলাদেশ হোক বা বিশ্বের যেকোনো স্থানেই হোক, জনগণের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বিক্ষোভ করার অধিকার আছে। যেকোনো রকম হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের সুরক্ষিত রাখতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই- বিশেষ করে ওইসব মানুষ, যাদের শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে অতিরিক্ত সুরক্ষা প্রয়োজন হতে পারে। এমন ব্যক্তির মধ্যে আছেন যুব শ্রেণি, শিশু এবং বিকলাঙ্গরা। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বিক্ষোভ করার মৌলিক মানবিক অধিকার থাকা উচিত। এসব অধিকারকে সুরক্ষিত রাখা উচিত সরকারের।

 

পাঠকের মতামত

যদিও আমি মুক্তিযোদ্ধার সন্তান, নাতিপুতি নই আমরা সরকারের থেকে কোন সুযোগ সুবিধা নেই না।। তার পরও আমি কোটার সম্পূর্ন বিরোধী। আমি জাতিসংঘকে আইনি পদক্ষেন নেওয়ার অনুরোধ জানাচ্ছি যাহাতে সরকার এটি মানতে বাধ্য হয়। কারন আমাদের অলরেডি ৬ জন পৃথিবী ছেড়ে চলে গেছেন, এই কোটার সমন্বয়ের জন্য। তার জন্য আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহি করা জাতিসংঘের গুরুত্বপূর্ন দায়িত্ব।

Tawhid Mollah
১৭ জুলাই ২০২৪, বুধবার, ৫:০৪ অপরাহ্ন

চিরজীবন দেখে আসছি জাতিসংঘ একটা নখদন্তহীন বিড়াল। শুধু পর্যবেক্ষণ করাই যদি আপনাদের কাজ হয় তবে আপনাদের প্রয়োজন নাই। আপনাদের বিবৃতি আমাদের ছেলে মেয়েদের প্রাণ বাঁচাবে না।

Mashud
১৭ জুলাই ২০২৪, বুধবার, ১২:৪৮ অপরাহ্ন

আপনাদের সবকিছুই শুধু কথার মধ্যে সিমাবদ্ধ এটা জনগন বুঝে গেছে।

A R Sarker
১৭ জুলাই ২০২৪, বুধবার, ১২:৪৭ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status