বিশ্বজমিন
স্ত্রীকে হত্যার অভিযোগে সিলেটের মাসুম গ্রেপ্তার লন্ডনে
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ৯ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৫১ অপরাহ্ন

একজন নারীকে ছুরি মেরে হত্যার দায়ে লন্ডনে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি হাবিবুর মাসুমকে। তার বাড়ি বাংলাদেশের সিলেটে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, নিহত নারী তার স্ত্রী। আগেই তাকে হত্যার হুমকি দিয়েছিলেন হাবিবুর মাসুম। এ অভিযোগে কয়েক মাস আগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু পরে তাকে জামিন দেয়। মাসুম প্রাইমার্কের একজন ব্লগার। অভিযোগে বলা হয়, শনিবার দিনের আলোতে ৫ বছর বয়সী ছেলেকে নিয়ে কুলসুমা আক্তার (২৭) নামের ওই নারী কেনাকাটা করতে বের হন। পথে হাঁটার সময় তার ওপর হামলা হয়। ছুরিকাঘাতে তিনি নিহত হন। তখন থেকেই পুলিশ মাসুমকে ধরার জন্য অভিযান চালিয়ে যাচ্ছিল। হত্যাকাণ্ড হয়েছে ব্রাডফোর্ডে। সেখান থেকে প্রায় ১৮০ মাইল দূরে অ্যালিসবারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বসবাস ছিল ওল্ডহ্যামে। স্থানীয়দের মতে, ওই ৫ বছর বয়সী শিশুটি তার ছেলে। মাসুমের ফেসবুকের একাউন্টও বলছে তিনি বিবাহিত।
ডেইলি মেইল বলছে, মিস কুলসুম আক্তারকে হেয় ও হত্যার হুমকি দেয়ার কারণে গ্রেপ্তার করে মাসুমকে টেমসাইড ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়েছিল গত নভেম্বরে। পরে তাকে জামিন দেয়া হয়। তাকে গ্রেপ্তারের পর রিমান্ড চেয়েছিল প্রসিকিউটররা এবং মাসুম নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। ফলে ম্যাজিস্ট্রেট তাকে শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছিলেন। এর মূল শর্ত ছিল তিনি ভিকটিম কুলসুমার সঙ্গে এবং অন্য একজন আত্মীয়ের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে পারবেন না। ওল্ডহ্যামের একটি নির্দিষ্ট ঠিকানায় তাকে যেতে বারণ করা হয়। এই মামলাটি ১০ মাসের জন্য মুলতবি হয়ে যায়। মাসুমকে আগামী ৩০শে সেপ্টেম্বর আবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়।
কিন্তু তিনি বাইরে বেরিয়েই অঘটন ঘটিয়ে ফেলেন। তার সঙ্গে হত্যাকাণ্ডে সহযোগিতার সন্দেহে ২৩ বছর বয়সী অন্য এক যুবককেও গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মাসুম এবং কুলসুমার সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে তাকে ইন্ডিপেন্ডেন্ট ম্যানচেস্টার পুলিশের কাছে পাঠিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ এবং ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ। উল্লেখ্য, মাসুমের বাড়ি বাংলাদেশের সিলেট শহরে। তিনি ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ার থেকে ডিজিটাল মার্কেটিংয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। ইউটিউবে তিনি এডভেঞ্চারমূলক ভ্রমণ শেয়ার করেন।