ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

এরদোগানের চমক, ৪২ বছরের নারী তুরস্কের গভর্নর

মানবজমিন ডেস্ক

(১ বছর আগে) ১০ জুন ২০২৩, শনিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:১১ অপরাহ্ন

mzamin

তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে হাফিজ গায়ে এরকানকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগান। প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিশেষজ্ঞ মাত্র ৪১ বছর বয়সী এই নারী সংকটে নিমজ্জিত দেশটির অর্থনীতিকে চাঙ্গা করায় মূল ভূমিকা পালন করবেন। প্রেসিডেন্ট এরদোগান তাকে নিয়োগ দেয়ার পর তিনিই দেশে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে চমৎকার ক্যারিয়ার গড়েছেন এই নারী। আর্থিক খাত, ব্যাংকিং, বিনিয়োগ, ঝুঁকি ব্যবস্থাপনা, প্রযুক্তি, ডিজিটাল উদ্ভাবনী সম্পর্কে আছে তার সম্যক জ্ঞান। তবে নিজের দেশে তিনি খুব একটা পরিচিত নন।

১৯৮২ সালে ইস্তাম্বুলে তার জন্ম। তার পিতা একজন ইঞ্জিনিয়ার। মা পড়ান গণিত আর পদার্থবিজ্ঞান। এরকান তুরস্কের শীর্ষ পযায়ের ইস্তাম্বুল হাই স্কুলে পড়াশোনা করেছেন। তার ক্লাসে দ্বিতীয় হয়ে গ্রাজুয়েশন করেছেন। তুরস্কের সবচেয়ে অন্যতম অভিজাত বোগাজিচি ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পড়েছেন। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটটন ইউনিভার্সিটিতে যান অপারেশন্স রিসার্চ এবং আর্থিক ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে। পরে তিনি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে ব্যবসায় প্রোগাম বিষয় সম্পন্ন করেন ২০১৫ সালে। ২০১৬ সালে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস থেকে সম্পন্ন করেন একই ডিগ্রি।

বৈশ্বিক বিনিয়োগ বিষয়ক গোল্ডম্যান সাসে’তে সহযোগী হিসেবে যোগ দেন ২০০৫ সালে। ২০১১ সাল নাগাদ তাকে বানানো হয় ব্যবস্থাপনা পরিচালক। ২০১৪ সালে এরকান যোগ দেন ফার্স্ট রিপাবলিকান ব্যাংকে। সেখানে ২০২১ সালে সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা বানানো হয় তাকে। ২০১৮ সালে ক্রেইন নিউ ইয়র্ক বিজনেস এবং সান ফ্রান্সিসকো বিজনেস টাইমস তাকে ‘৪০ আন্ডার ৪০’ তালিকায় স্থান পায় তার নাম। বলা হয়, এরকান হচ্ছেন একমাত্র নারী, যিনি ৪০ বছরের কম বয়সে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ১০০ ব্যাংকের একটিতে প্রেসিডেন্ট বা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন। ন্যাশনাল কোয়ালিশন অব গার্লস স্কুলস-এর একজন সমর্থক এরকান। এর সঙ্গে সম্প্রতি তিনি প্রতিষ্ঠা করেছেন যুবতী ও বালিকাদের জন্য হাফিজ গায়ে এরকান ফার্স্ট রিপাবলিক ফেলোশিপ প্রোগ্রাম। ২০২২ সালের জুনে নিউ ইয়র্ক ভিত্তিক রিয়েল এস্টেট ফাইন্যান্স ও বিনিয়োগ বিষয়ক কোম্পানি গ্রেস্টোনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।

গত সপ্তাহে প্রেসিডেন্ট এরদোগান দেশটির অর্থমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করেছেন মেহমেদ সিমসেকের।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status