অনলাইন
থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জুলাই যোদ্ধা হাসান
স্টাফ রিপোর্টার
(৮ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯:০৭ পূর্বাহ্ন
জুলাই গণঅভ্যুত্থানে অন্যতম গুরুতর আহত হাসান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার রাত ১১.১০ মিনিটে হাসান মারা যান। জুলাই গণঅভ্যুত্থানে তিনি সক্রিয় আংশগ্রহণকারী জুলাই যোদ্ধা ছিলেন। তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে সরকারের উদ্যোগ চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান।
পাঠকের মতামত
কয়লার ময়লা ধুইলে যায় না। এ জাতির খাসিলতও পরিবর্তন হবে না। ক্ষমতা নিয়ে কামড়া-কামড়ি এদের অনেক পুরনো অভ্যাস। আর দীর্ঘ দিনের গোলামীর অভ্যাসও ত্যাগ করতে পারছে না। তাই আবারও এরা ভারতীয় গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হতে যাচ্ছে, একটু ঘুর পথে। জুলাই বিল্পবের চেয়ে ক্ষমতার স্বাদ বেশি।
জুলাই অভ্যূত্থানের দূর্দশা দেখার চেয়ে মৃত্যুই আহত যোদ্ধা হাসানের কাছে অধিকতর প্রত্যাশিত ছিল হয়তো।
যুলাই যোদ্ধারা এখনও শহীদ হচ্ছেন, অথচ আন্দোলনের শরীকরা ক্ষমতায় যেতে কামড়াকামড়িতে লিপ্ত! আফসোস!! অনেক বড়দল ভারতীয় টোপ গিলে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে!