অনলাইন
বিমানবন্দরে আন্দালিব রহমান পার্থের স্ত্রীর গতিরোধ
স্টাফ রিপোর্টার
(৫ ঘন্টা আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১০ অপরাহ্ন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনের গতি রোধ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের থাই এয়ারওয়েজের ফ্লাইটে তার থাইল্যান্ড যাওয়ার কথা। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, উপরের ক্লিয়ারেন্স ছাড়া তার যাওয়া সম্ভব হবে না।
উল্লেখ্য যে, শেখ হেলালের মেয়ে শেখ শাইরা শারমিন। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। জুলাই অভ্যুত্থানের সময় তার স্বামী আন্দালিব রহমান পার্থ জেলে ছিলেন। সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের বিদেশ যাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছেন। বলা হয়েছে, ওই পরিবারের কোনো সদস্য ক্লিয়ারেন্স ছাড়া বিদেশ যেতে পারবেন না।
পাঠকের মতামত
রুই কাতলা ছেড়ে দিয়ে চুনুপুটির পিছনে লাগছে।
শেখ পরিবারে বিয়ে করে পার্থ সাহেব বোধ হয় ঠিক কাজ করেন নি ।
Mamla Na thakla to valo
Andalip Rahman Partho-k hoirani kora moteo thik hobe na. Karon July/24 Andolon-a se onek onek vumika rekheche. Jeta amra sobai dekhechi.