ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

মিসাইল পরীক্ষা করবে ভারত, ‘নোটাম’ জারি করে বন্ধ করা হলো আন্দামানের আকাশসীমা

মানবজমিন ডিজিটাল

(৬ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৩:৪২ অপরাহ্ন

mzamin

আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জের আকাশসীমা আজ এবং আগামীকাল তিন ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে। জানা গেছে, আন্তঃদ্বীপ ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার ‘নোটাম’ জারি করে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ শুক্র ও শনিবার আন্দামান ও নিকোবরের উপর দিয়ে কোনও যাত্রীবাহী বিমান চলাচল করবে না। নোটামে বলা হয়েছে, ২৩ ও ২৪ মে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আকাশসীমার উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ থাকবে।

সকাল ৭টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত বিমান চলাচল পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ওই এলাকায়। আগেও একাধিকবার আন্দামান-নিকোবরের একাধিক মিসাইল পরীক্ষা করেছে সেনা। তবে গত একমাসে ভারত-পাক সংঘাতের আবহে নতুন করে মিসাইল পরীক্ষা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। আকাশসীমা বন্ধের প্রেক্ষাপটে, একজন কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘আমরা আজ উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র পরীক্ষা   সফলভাবে করেছি এবং আগামীকাল একই ধরনের পরীক্ষা করা হবে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এটি একটি নিয়মিত অনুশীলন কারণ আমরা অতীতেও একই ধরনের পরীক্ষা করেছি।’

যখন ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি বিরাজমান তখন এই মিসাইল পরীক্ষাটি করা হবে। কিন্তু ভারত সরকার এখনও জোর দিয়ে বলছে যে, ৭ মে প্রতিবেশী দেশের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলার মাধ্যমে শুরু হওয়া অপারেশন সিঁদুর  এখনও শেষ হয়ে যায়নি। এই অঞ্চলে সর্বশেষ বড় পরীক্ষা ছিল জানুয়ারিতে ভারতে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ। 

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিমান প্রতিরক্ষায় এই ক্ষেপণাস্ত্রের ভূমিকা নিয়ে  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, পাকিস্তানের সাথে উত্তেজনার সময় ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ ছিল দেশীয়ভাবে তৈরি আকাশতীর বিমান প্রতিরক্ষা নিয়ন্ত্রণ, যা ৯ এবং ১০ মে রাতে পাক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আক্রমণ থামিয়ে দিয়েছিল।

সূত্র : এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status