ঢাকা, ২৪ মে ২০২৫, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

৫০০ মিলিয়ন পাউন্ডে টেলিগ্রাফ কিনতে সম্মত হয়েছে মার্কিন বিনিয়োগ সংস্থা রেডবার্ড

মানবজমিন ডিজিটাল

(৭ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯:১৩ অপরাহ্ন

mzamin

মার্কিন প্রাইভেট ইকুইটি কোম্পানি রেডবার্ড ক্যাপিটালের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম ৫০০ মিলিয়ন পাউন্ডে বৃটেনের প্রথম সারির সংবাদপত্র দ্য ডেইলি টেলিগ্রাফ কিনতে সম্মত হয়েছে। সেইসঙ্গে প্রতিষ্ঠানের ভবিষ্যতের মালিকানা নিয়ে দুই বছরের অনিশ্চয়তার অবসান ঘটেছে। কোম্পানির প্রতিষ্ঠাতা, গেরি কার্ডিনেল, নীতিগতভাবে একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন যা ডেইলি টেলিগ্রাফ এবং সানডে টেলিগ্রাফকে বৃটিশ বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত একটি কনসোর্টিয়ামের মালিকানায় নিয়ে আসবে। কার্ডিনেল বলেন, "এই লেনদেন টেলিগ্রাফের জন্য একটি নতুন যুগের সূচনা করে কারণ আমরা যুক্তরাজ্য এবং আন্তর্জাতিকভাবে ব্র্যান্ডটির প্রসার, এর প্রযুক্তিতে বিনিয়োগ এবং  র গ্রাহক সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। আমরা বিশ্বাস করি যুক্তরাজ্য বিনিয়োগের জন্য একটি দুর্দান্ত জায়গা। এই  গুরুত্বপূর্ণ  প্রতিষ্ঠানের বৃদ্ধির সম্ভাবনা নিয়ে  আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে।' রেডবার্ড একসময় গোটা প্রতিষ্ঠানটি নিজের হাতে রাখার কথা ভেবেছিলো, কিন্তু বর্তমানে ৯.৯ শতাংশের অংশীদারিত্ব নেওয়ার বিষয়ে  সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে আলোচনা করছে যার মধ্যে রয়েছে ডেইলি মেইল, মেট্রো এবং নিউ সায়েন্টিস্টের মালিক লর্ড রদারমেয়ারের ডিএমজিটি। 

এর আগে ২০০৪ সালে টাইটেল কেনার প্রচেষ্টায় নেমে  রদারমেয়ার  নিলাম থেকে সরে আসেন কারণ ডিএমজিটি আশঙ্কা করেছিল যে  রাজনৈতিক বাধাগুলো   দীর্ঘ এবং জটিল হতে পারে।  রেডবার্ড ক্যাপিটাল যা লিভারপুল ফুটবল ক্লাবের মূল কোম্পানিতে অংশীদারিত্ব সহ বিভিন্ন খাতে বিনিয়োগ  করে , তারা এখন  যৌথভাবে টিভি এবং চলচ্চিত্র ব্যবসায় আসতে চাইছে।  রেডবার্ড আইএমআই থেকে টেলিগ্রাফ মিডিয়া গ্রুপ কিনছে। মার্কিন প্রাইভেট ইকুইটি গ্রুপ রেডবার্ড আইএমআইতে তহবিলের এক-চতুর্থাংশ অবদান রেখেছে, যার ৭৫% অর্থায়ন করেছে ইন্টারন্যাশনাল মিডিয়া ইনভেস্টমেন্টস (আইএমআই)। আইএমআই টেলিগ্রাফে স্বল্প মাত্রার  বিনিয়োগ ধরে রাখবে এবং গত সপ্তাহে সরকার বলেছে যে তারা বিদেশী রাষ্ট্রগুলোকে  বৃটিশ সংবাদপত্রে ১৫% পর্যন্ত অংশীদারিত্বের মালিকানা দেওয়ার অনুমতি দেবে। যদিও টেলিগ্রাফের জন্য এখনও কোনও চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে অধিগ্রহণের ক্ষেত্রে রেডবার্ডকে একাধিক  বাধার সম্মুখীন হতে হবে, যার মধ্যে একটি জনস্বার্থ মামলাও  অন্তর্ভুক্ত থাকবে । যদিও আইএমআই-এর একজন মুখপাত্র বলেছেন-' রেডবার্ড ক্যাপিটালের নিয়ন্ত্রণে টেলিগ্রাফের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আমরা আনন্দিত এবং জানি যে গেরি কার্ডিনেল  টেলিগ্রাফের  অনিশ্চয়তার অবসান ঘটাবেন। এর ভবিষ্যত সুরক্ষিত করবেন  এবং আগামী বছরগুলোতে এটিকে সমৃদ্ধ করতে সক্ষম হবেন। 'রেডবার্ড জানিয়েছে যে টেলিগ্রাফের বিশ্বব্যাপী প্রসারের  জন্য তাদের বড়  পরিকল্পনা রয়েছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে।

সূত্র: দ্য গার্ডিয়ান

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status