ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

সংসদের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ মমতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৫ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৫:৫৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫৬ অপরাহ্ন

mzamin

দেশের জনগণের সাম্প্রতিক সংঘাত এবং ক্রমবর্ধমান উন্নয়ন সম্পর্কে অবহিত হওয়ার সর্বাগ্রে অধিকার রয়েছে। সেই দাবিতে সংসদের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কংগ্রেসের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানের সংঘাত এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানানো হয়েছিল। কিন্তু মোদি সরকার সেই দাবিকে আমলে না নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে দেশে দেশে প্রচার করার জন্য বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদল পাঠিয়েছে। দেশের স্বার্থে তাতে সকলেই রাজি হয়েছেন। ইতিমধ্যেই এই প্রতিনিধি দলগুলি বিভিন্ন  দেশ সফর শুরু করেছে। এই আবহে শুক্রবার দুপুরে সমাজ মাধ্যমে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সবার আগে দেশের মানুষকে সার্বিক পরিস্থিতি জানানো দরকার। সেজন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ জানিয়েছেন মমতা। বিদেশ সফর শেষে প্রতিনিধি দলগুলি ফিরে আসার পর  যাতে সংসদের বিশেষ অধিবেশন  ডাকা হয় তার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

মমতা পোস্টে লিখেছেন, দেশের স্বার্থে পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি এই প্রতিনিধিদলের অভিজ্ঞতা কেমন হল তা সবার সামনে আসুক । ‘‌সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বিশ্বব্যাপী প্রচারের অংশ হিসেবে নানা দেশ সফরকারী সর্বদলীয় প্রতিনিধিদলকে দেখে আমি আনন্দিত। আমি যেমনটা বারবার বলেছি, জাতীয় স্বার্থে এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষায় ভারত সরকারের যে কোনও পদক্ষেপের পিছনে তৃণমূল কংগ্রেস দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। প্রতিনিধিদলের নিরাপদ প্রত্যাবর্তনের পর সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status