ঢাকা, ২৪ মে ২০২৫, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

ঋণ পাওয়ার যাবতীয় শর্ত পূরণ করেছে পাকিস্তান, ভারতের অনুরোধ উড়িয়ে দিলো আইএমএফ

মানবজমিন ডিজিটাল

(৮ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৪:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

mzamin

ঋণ পাওয়ার যাবতীয় শর্ত পূরণ করেছে পাকিস্তান, সেকারণেই তাদের ১ বিলিয়ন ডলার (৮,০০০ কোটি টাকারও বেশি) আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সাফ জানিয়ে দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। পাকিস্তানের ২.১ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য ভারত অনুরোধ করার কয়েকদিন পরই আইএমএফের এই যুক্তি সামনে এল। 

উল্লেখ্য কয়েকদিন আগেই গুজরাটের ভুজ এয়ারবেসে দাঁড়িয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছিলেন, ‘পাকিস্তান সন্ত্রাসীদের ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে  হামলা চালানোর জন্য তার মাটি ব্যবহার করতে দেয়। তাই পাকিস্তানকে দেয়া সাহায্য সন্ত্রাসবাদের জন্য পরোক্ষ অর্থায়নের একটি রূপ।’ 

আইএমএফ তার এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) প্রোগ্রামের অধীনে পাকিস্তানকে দুটি কিস্তিতে ২.১ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। গত বছর ইএফএফের অধীনে ৭ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান এবং আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি। ঋণের পক্ষে কথা বলতে গিয়ে আইএমএফের যোগাযোগ বিভাগের পরিচালক জুলি কোজ্যাক বলেন, ‘আমাদের বোর্ড দেখেছে যে পাকিস্তান প্রকৃতপক্ষে সমস্ত লক্ষ্যমাত্রা পূরণ করেছে। কিছু সংস্কারের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে এবং সেই কারণেই বোর্ড কর্মসূচিটি অনুমোদন করেছে।’ 

কোজ্যাক  একটি মিডিয়া ব্রিফিংয়ে ব্যাখ্যা করেন -'প্রথম কিস্তিটি ২০২৫ সালের প্রথম প্রান্তিকের জন্য পরিকল্পনা করা হয়েছিল। এবং সেই সময়সীমার সাথে সামঞ্জস্য রেখে ২০২৫ সালের ২৫শে মার্চ আইএমএফ কর্মী এবং পাকিস্তানি কর্তৃপক্ষ ইএফএফের জন্য প্রথম পর্যালোচনার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছায়। সেই চুক্তি আমাদের নির্বাহী বোর্ডের কাছে উপস্থাপন করা হয়েছিল । ফলস্বরূপ, পাকিস্তান সেই সময়ে অর্থ সহায়তা পেয়েছে।' কোজ্যাক ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের বিষয়টিও তুলে ধরেন এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের আশা প্রকাশ করেন।

সূত্র : এনডিটিভি

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status