ঢাকা, ২৪ মে ২০২৫, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

বিচার-সংস্কার-নির্বাচনের প্রস্তুতির কাজ একসাথে করতে হবে: সাকি

স্টাফ রিপোর্টার

(৬ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৭:৩৮ অপরাহ্ন

mzamin

দেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গণঅভ্যুত্থানের হত্যার বিচার, সংস্কার, নির্বাচনের প্রস্তুতির কাজ একসাথে করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে ‘শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় ঐক্য গড়ো, ছাঁটাই-টার্মিনেশন বন্ধ ও টিএনজেডসহ সকল কারখানার শ্রমিকের বকেয়া পরিশোধ, গণতান্ত্রিক শ্রম আইন, যৌন হয়রানিমুক্ত কর্মপরিবেশ, স্ববেতন মাতৃত্বকালীন ৬ মাস ছুটিসহ ১০ দফা দাবিতে’ এক শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশ শেষে একটি র‌্যালি বের করে সংগঠনটি। র‌্যালিটি পল্টন এলাকা প্রদক্ষিণ করে।

জোনায়েদ সাকি বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য শ্রমিকের অধিকার বাস্তবায়নের পাশাপাশি গণঅভ্যুত্থানে শ্রমিক-শিক্ষার্থীসহ হাজারো প্রাণ হত্যার বিচার, সংস্কার, নির্বাচনের প্রস্ততির কাজ একসাথে করতে হবে। পোশাক শ্রমিকদের শ্রমিকের অধিকার বাস্তবায়নে এবং আগামীর বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবার আহ্বান জানাচ্ছি।

সাকি বলেন, দেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য পোশাক শ্রমিকসহ সারা দেশের শ্রমজীবির অধিকার বাস্তবায়নের পথে হাঁটা ছাড়া কোন গত্যান্তর নাই। গণতান্ত্রিক শ্রম আইন, মর্যাদাপূর্ণ মজুরি ও নিরাপদ কর্ম পরিবেশের জন্য পোশাক শ্রমিকদের লড়াই করার আহ্বান জানাচ্ছি। আর শ্রম সংস্কার কমিশনের যেসকল প্রস্তাবে সকল রাজনৈতিক দলের ঐকমত্য হবে সেসব দ্রুত বাস্তবায়ন করতে হবে। 

গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তাসলিমা আখতারের সভাপতিত্বে সমাবেশে শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান আশরাফ, নারী সংহতির সাধারণ সম্পদক অপরাজিতা দেব, গার্মেন্ট শ্রমিক সংহতির সহসভাপ্রধান অঞ্জন দাস, নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহীম চৌধুরী, বাংলাদেশ ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক সত্যজিত বিশ্বাস, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের যুগ্ম সম্পাদক আলিফ দেওয়ান প্রমুখ বক্তব্য রাখেন।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status