ঢাকা, ২৪ মে ২০২৫, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

জেডআরএফ সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত: জুবাইদা রহমান

স্টাফ রিপোর্টার

(৭ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৬:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

mzamin

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শুক্রবার রাজধানীর গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ভার্চ্যুয়ালি বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের শুরুতে জেডআরএফ-এর পক্ষ থেকে ডা. জুবাইদার হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। জেডআরএফ-এর ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর সংগঠনের কার্যালয়ে এটাই তার প্রথম পদার্পণ। অনুষ্ঠানে জেডআরএফ-এর বিগত ২৫ বছরে কিছু উল্লেখযোগ্য কর্মকাণ্ড নিয়ে একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। এরপরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জুবাইদা রহমান। 
প্রতিযোগীদের উদ্দেশে জুবাইদা রহমান বলেন, বিজ্ঞান চর্চার কোন শেষ নাই। বিজ্ঞান চর্চার মাধ্যমে পৃথিবীকে অনেক কিছু দেয়ার আছে। আমার বিশ্বাস তোমরা তা পারবে। আর জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজ সেবামূলক কাজের একটি অসাধারণ দৃষ্টান্ত। 

প্রতিযোগীদের উদ্দেশে তিনি আরও বলেন, আমি এতক্ষণ তোমাদের বক্তব্য শুনছিলাম। সত্যি অসাধারণ। তোমাদের মেধা, অধ্যবসায় এবং সর্বোপরি তোমাদের কনফিডেন্স আমাদের মুগ্ধ করেছে। আমরা আশা করব, তোমরা তোমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে সার্থক হও এবং বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করো। 

ডা. জুবাইদা বলেন, বিজ্ঞানের প্রতি তোমাদের যে মমত্ববোধ আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে আমরা আশা করব- তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সমগ্র মানুষের জন্য কিছু করবে। ইনশাআল্লাহ আমাদের সবার সহযোগিতা পাবে।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন জেডআরএফ-এর নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার। এছাড়া অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ফ.ম ইউসুফ হায়দার, জেডআরএফ-এর অধ্যাপক মোর্শেদ হাসান খান, ড. আবদুল করিম, অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাংবাদিক আতিকুর রহমান রুমন, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান। এছাড়াও অনুষ্ঠানে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী প্রতিযোগী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status