অনলাইন
গৃহযুদ্ধের সময় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ, সুদানের উপর নিষেধাজ্ঞা আরোপ আমেরিকার
মানবজমিন ডিজিটাল
(৬ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৫:৩০ অপরাহ্ন
আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার সময় সুদানের সেনাবাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে নিশ্চিত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র সুদানের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র সুদান সরকারকে রাসায়নিক অস্ত্র ব্যবহার বন্ধ করতে এবং রাসায়নিক অস্ত্র কনভেনশনের অধীনে তার বাধ্যবাধকতাগুলো বজায় রাখার আহ্বান জানাচ্ছে।
ব্রুস বলেন, মার্কিন কংগ্রেসকে পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে এবং ৬ জুনের মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা থেকে কোনও জিনিস সুদানে পাঠানো হবে না। এ ছাড়াও সুদানকে কোনও ঋণ দেবে না আমেরিকা প্রশাসন। সুদানের সরকারি বাহিনী কখন এবং কোথায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি ব্রুস। নিউ ইয়র্ক টাইমস জানুয়ারিতে রিপোর্ট করেছিল যে সরকারি বাহিনী সুদানের প্রত্যন্ত অঞ্চলে আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) এর বিরুদ্ধে কমপক্ষে দুইবার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।
প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দেওয়া হয়েছে যারা বলেছেন যে অস্ত্রটি ক্লোরিন গ্যাস হতে পারে, যা তীব্র শ্বাসকষ্ট এবং মৃত্যুর কারণ হতে পারে।সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ ক্ষমতার দখলের লক্ষ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে। এই সংঘাত বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট এবং সুদান জুড়ে দুর্ভিক্ষের সৃষ্টি করেছে। হাজার হাজার মানুষ নিহত এবং ১ কোটি ৩০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আমেরিকা এর আগেও আরএসএফ এবং তার মিত্রদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে। আরএসএফ প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর মতো শীর্ষ নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে । জানুয়ারিতে, আন্তর্জাতিক শান্তি আলোচনায় অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানানোর জন্য সুদানের সামরিক প্রধান এবং কার্যত রাষ্ট্রপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
সূত্র: আলজাজিরা