অনলাইন
মস্কো বিমানবন্দরে ড্রোন হামলা, রাশিয়া যেতে গিয়ে মাঝ আকাশে বিপাকে পড়লো ভারতের প্রতিনিধি দল
মানবজমিন ডিজিটাল
(৭ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

উড়ানে মস্কো নামতে গিয়ে বিপাকে পড়লেন ডিএমকে নেত্রী কানিমোঝির নেতৃত্বে ৭ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল। দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটতে হল তাদের বিমানকে। তবে শেষ পর্যন্ত নিরাপদে মস্কো পৌঁছেছেন তারা। তিন বছরেরও বেশি সময় আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়া এবং ইউক্রেন নিয়মিতভাবে একে অপরের বিরুদ্ধে ড্রোন হামলা চালাচ্ছে। তবে মস্কো খুব কমই লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ড্রোন হামলা তীব্র হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, আক্রমণের সময় তারা ১১২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ২৪টি রাজধানীর দিকে যাচ্ছিলো। রাতে মস্কো এবং অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে বিমান পরিষেবা তিন ঘন্টারও বেশি সময় ধরে ব্যাহত হয়। ডিএমকে-র কানিমোঝির নেতৃত্বে ভারতের সর্বদলীয় প্রতিনিধিদল অপারেশন সিঁদুরের পর ভারতের সন্ত্রাসবাদ বিরোধী বার্তা বিশ্বে পৌঁছে দেবার উদ্দেশে মস্কোয় পৌঁছান। তাদের বিমানটিও কিছু সময়ের জন্য বিলম্বিত হয়েছিল।
জানা গেছে, মস্কোর দোমোদিদেভো বিমানবন্দরে নামার কথা ছিল ভারতীয় প্রতিনিধিদের বিমানটির। স্থানীয় সময় শুক্রবার সকালে বিমানটি অবতরণের কথা ছিল। কিন্তু সেই সময়েই বিমানবন্দর লাগোয়া এলাকায় ড্রোন হামলা শুরু করে ইউক্রেন। তার জেরে তড়িঘড়ি বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। ফলে বিপাকে পড়ে ভারতীয় সাংসদদের বিমান। অবতরণ করতে না পেরে বিমানটিকে দীর্ঘক্ষণ আকাশেই চক্কর কাটতে হয়। নির্ধারিত সময়ের বেশ কয়েকঘণ্টা পরে অবশেষে মস্কোয় নামেন সাংসদরা। তবে সকলে নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। কানিমোঝি তার প্রতিনিধিদলের একটি ছবি শেয়ার করেছেন, যার মধ্যে ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাই, বিজেপি সাংসদ ব্রিজেশ চৌত্তা, আপ সাংসদ ডঃ অশোক কুমার মিত্তল, সাবেক কূটনীতিক মঞ্জীব পুরী এবং আরজেডি সাংসদ প্রেমচাঁদ গুপ্ত। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন: ‘প্রতিনিধিদলের সদস্যদের সাথে মস্কো যাচ্ছি।’
রাশিয়া থেকে শুরু করে, প্রতিনিধিদলটি স্লোভেনিয়া, গ্রীস, লাটভিয়া এবং স্পেন সফর করবে এবং সকল ধরণের সন্ত্রাসবাদের প্রতি শূন্য-সহনশীলতার বার্তা পৌঁছে দেবে।
সূত্র : এনডিটিভি