ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান

আসিয়ান শীর্ষ সম্মেলন নির্বিঘ্ন করতে ২৫টি রাস্তা বন্ধ মালয়েশিয়ার

স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া

(৭ ঘন্টা আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ২:২৮ অপরাহ্ন

mzamin

আসিয়ান শীর্ষ সম্মেলন ২০২৫ উপলক্ষে ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত কুয়ালালামপুর ও ক্লাং ভ্যালির মোট ২৫টি সড়ক-মহাসড়ক সম্পূর্ণ ও  আংশিকভাবে যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে মালয়েশিয়া।

দেশটির সরকারি মুখপাত্র বারনামা জাবাতান ট্রাফিক ইভেস্টিগেশন এন্ড ইনফোর্সমেন্ট বিভাগ (জেএসপিটি) এর উদ্ধৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে। বুকিত আমান ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক দাতুক সেরি মহম্মদ ইউসরি হাসান বাসরি বলেন, আসিয়ান শীর্ষ সম্মেলন নেতৃবৃন্দের যাওয়া ও আসা নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বারনামা আরো জানিয়েছে, ২৩ থেকে ২৬ মে প্রতিদিন সকাল ৭টা থেকে কেএলআইএ এক্সপ্রেসওয়ে, এলিট হাইওয়ে (কেএলআইএ- পুত্রাজায়া), এনকেভিই হাইওয়ে (সুবাং–জালান দুতা), গুথরিয়ে করিডোর এক্সপ্রেসওয়ে, নর্থ–সাউথ এক্সপ্রেসওয়ে  (সুবাং–জালান দূতা), মেক্স হাইওয়ে, কেএল -সেরেম্বান হাইওয়ে, পুত্রাজায়া রিং রোড এবং কুয়ালালামপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটবে। এ ছাড়াও জালান ইস্তানা, জালান তুন রাজাক, জালান আমপাং, জালান সুলতান ইসমাইল, জালান বুকিত বিনতাং, জালান ইম্বি, জালান পার্লিমেন ও জালান কুচিংয়ও এর আওতায় থাকবে।

২৬ মে সকাল ৮টা, বিকেল ৫টা ৩০ মিনিট ও রাত ৭টা থেকে জালান আমপাং, জালান পি. রামলী জংশন, জালান সুলতান ইসমাইল, জালান পেরেক, জালান পিনাং, জালান স্তনের, জালান কিঅ পেং ও পার্সিয়ারান কেএলসিসি অঞ্চলে সম্পূর্ণ বা আংশিক সড়ক বন্ধ থাকবে যতক্ষণ না প্রোগ্রাম শেষ হয়।

২৭ মে তিনটি সময় পর্বে যান চলাচল সীমিত থাকবে। সকাল ৮টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত জালান আমপাং, জালান সুলতান ইসমাইল, জালান পেরেক, জালান পিনাং, জালান স্তনের ও র্সিয়ারান কেএলসিসি এলাকায় গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। দুপুর ১১টা ৪৫ মিনিট থেকে ১টা পর্যন্ত জালান তুন রাজাক, জালান মহামেরু এবং জালান সুলতান আব্দুল হালিম পুরোপুরি বন্ধ থাকবে। দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ৩টা পর্যন্ত জালান পার্লিমেন, জালান কুচিং, জালান সুলতান ইসমাইল, জালান পি. রামলী, জালান পেরাক, জালান পিনাং, জালান স্তনের ও জালান কিয়া পেং
এলাকায় যান চলাচলে প্রভাব পড়বে।

২৮ মে সকাল ৮টা থেকে কেএলআইএ এক্সপ্রেসওয়ে, এলিট হাইওয়ে, এনকেভিই, গুথরিয়ে কোররিডোর, নর্থ–সাউথ এক্সপ্রেসওয়ে, মেক্স হাইওয়ে, কল–সেরেম্বান হাইওয়ে, পুত্রাজায়া রিং রোড এবং কুয়ালালামপুর শহরের বেশ কয়েকটি রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটবে।

দেশটির গণমাধ্যমে প্রচারিত সংবাদে পুলিশ সাধারণ জনগণকে বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে এবং সম্মেলনের সময় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে ট্রাফিক আপডেট জেনে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status