খেলা
রিয়ালে লাল কার্ডের মেলা, বড় শাস্তির মুখে রুডিগার
স্পোর্টস ডেস্ক
(৯ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৮ অপরাহ্ন

কোপা দেল রে’র ফাইনালে এমন কিছু হবে তা আগেভাগেই আন্দাজ করতে পেরেছিল ফুটবল ভক্তরা। তার কিছুটা আভাস পাওয়া গেলো খেলা শুরুর আগেই। লা কার্তুজা স্টেডিয়ামে এল ক্লাসিকো গড়ানোর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বার্সেলোনা সমর্থকেরা। পরে মাঠের লড়াইয়ের শেষ দিকে তৈরি হয় অপ্রীতিকর অবস্থা। তিনটি লাল কার্ড দেখেন রিয়াল খেলোয়াড়েরা, যার সূত্রপাত অ্যান্টনিও রুডিগারকে দিয়ে। তবে এই ফরাসি ডিফেন্ডারের প্রতি রেফারির অভিযোগ যদি সত্যি হয় তবে বড়সড় শাস্তি অপেক্ষা করছে তার জন্য।
ঘটনার সূত্রপাত ম্যাচের অন্তিম মুহূর্তে। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতার পর খেলা বাড়ে আরও ৩০ মিনিটে। ঘড়ির কাটায় তখন ১২৩ মিনিট। আগেই বদলি হিসেবে উঠে গেছেন রুডিগার। রিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে একটি ফ্রি কিক না পাওয়ায় বেঞ্চ থেকে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়ার দিকে তেড়ে যান রুডিগার। সেই সময়টায় রাগে ফুঁসছিলেন এই ৩২ বছর বয়সী ডিফেন্ডার। তাকে মাঠের ভেতরে ঢুকে যাওয়া থেকে আটকাতে রীতিমত ধ্বস্তাধস্তি করতে হয় রিয়ালের পাঁচ স্টাফকে। স্প্যানিশ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তখন রেফারিকে লক্ষ্য করে কিছু একটা ছোড়া হয়। স্প্যানিশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ডাগআউটে বক্সের ভেতর থাকা বরফ ছুঁড়ে মারা হয়েছিল এবং সেটি মেরেছিলেন রুডিগারই। বাজে আচরণের জন্য তাকে লাল কার্ড দেখান রেফারি।
তাতে আরও উত্তেজিত হয়ে পড়েন এই ফরাসি তারকা। আগেই বদলি হয়ে যাওয়া লুকাস ভাসকেজ এর মধ্যে মাঠে ঢুকে পড়লে তাকেও লাল কার্ড দেখান বেনগোচেয়া। ম্যাচের পর জানা যায়, আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসার জন্য জুড বেলিংহ্যামকেও লাল কার্ড দেখানো হয়েছে। একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, ম্যাচ রিপোর্টে রুডিগারের বাজে আচরণ বিশেষচভাবে উল্লেখ করেছেন রেফারি। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি কয়েকদিনের মধ্যেই ঘটনার তদন্ত করে সিদ্ধান্ত জানাবে। নিয়মানুযায়ী, রেফারিকে কোনো কিছু দিয়ে আঘাত করলে সর্বোচ্চ শাস্তি ১২ ম্যাচের নিষেধাজ্ঞা। কমিটি যদি তেমন ‘আগ্রাসন’ রুডিগারের আচরণের মধ্যে খুঁজে পান তবে আরও বেশি সময়ের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি। অবশ্য ফাইনালের মাঠ ও ভিএআর রেফারিকে নিয়ে আগেই আপত্তি তোলে রিয়াল।
সংবাদ সম্মেলনে আরএমটিভির করা প্রতিবেদন তাদের জীবনে কেমন প্রভাব ফেলেছে, তা নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে কেঁদে ফেলেন বেনগোচেয়া। এর জের ধরে রিয়ালের রেফারি পরিবর্তনের দাবি তুললে তা নাকচ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এতে করে ফাইনালের আগে সংবাদ সম্মেলন, ফটোশুট এমনকি অনুশীলনও বয়কট করে রিয়াল মাদ্রিদ।