খেলা
টাইগার সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান ফিল সিমন্সের
স্পোর্টস ডেস্ক
(১৪ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ৩:৪৩ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না। একের পর সিরিজ, টুর্নামেন্টে ব্যর্থ টাইগাররা। ঘরের মাঠে জিম্বাবুয়ের প্রথম টেস্ট হারের পর দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। তবে এখনই আবেগতাড়িত না হয়ে টাইগার সমর্থকদের ধৈর্য ধরতে বলছেন দলের প্রধান কোচ ফিল সিমন্স।
সিলেট টেস্টে প্রথম ইনিংসে ১৯১ রানে গুঁটিয়ে যায় বাংলাদেশ। সফরকারীরা লিড নেয় ৮২ রানে। দ্বিতীয় ইনিংসেও খুব ভালো ব্যাট করতে পারেনি স্বাগতিকরা। বোলররা কিছুটা কাজ করলেও শেষ রক্ষা হয়নি। চট্টগ্রাম টেস্টের আগের দিন আজ সংবাদ সম্মেলনে দলের সাম্প্রতিক ব্যর্থতা প্রসঙ্গে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানালেন ফিল সিমন্স। টাইগার কোচ বলেন, ‘অবশ্যই ধৈর্য ধরার কথা বলতে চাই, বিশেষ করে বাংলাদেশের মানুষদের। তারা খেলাটি নিয়ে কতটা আবেগপ্রবণ তা আমরা জানি। নিজেদের দলকে ভালো করতে দেখতে চায়। তাই আমি তাদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। আমরা ভালো খেলার জন্য ঠিকঠাক কাজ করার চেষ্টা করছি।’ প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়ে যাওয়ার পর সিমন্স বলেছিলেন নতুনের খোঁজে আগের মতো তার দল জবুথবু হয়ে থাকবে না। সিলেট টেস্টের মাঝপথে সাফল্যের খোঁজ পেতে পেতে সময়ও চান এই ৬২ বছর বয়সী কোচ। চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচের আগেও একই জিনিস মনে করালেন সিমন্স। তিনি বলেন, ‘সংবাদমাধ্যমে বারবার পরিবর্তনের কথা বলা হয়। আমরা যেখানে যেতে চাই, সেখানে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। তাদের (ক্রিকেটার) প্রতি আমার বার্তা হলো, আগের ম্যাচে কিছু আলগা শট ছিল এবং কিছু সফট ডিসমিসাল ছিল। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে সামনে যেন এটি উন্নতি হয়। টানা এক-দুই-তিন টেস্ট ধরে একই কাজ করতে পারি না।’