খেলা
এবার ৪ ম্যাচ নিষিদ্ধ হৃদয়
স্পোর্টস রিপোর্টার
২৮ এপ্রিল ২০২৫, সোমবারএবার কি শিক্ষা হবে তাওহীদ হৃদয়ের! শৃঙ্খলা ভঙ্গের দায়ে আবারো নিষিদ্ধ হলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। আগের সাত ডিমেরিটের সঙ্গে আজ আরও এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার। সবমিলিয়ে ৪ ম্যাচ নিষিদ্ধ থাকবেন হৃদয়। এতে আগামীকাল আবাহনীর বিপক্ষে প্রিমিয়ার লীগের অঘোষিত ফাইনালে খেলতে পারবেন না তিনি।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের রুদ্ধশ্বাস জয়ের ম্যাচে ৩৭ রান করে আউট হন হৃদয়। লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকের বলে ড্রাইভ করার চেষ্টায় ঠিকমতো খেলতে পারেননি তিনি। বল কিপারের গ্লাভসে লেগে উড়ে যায় পয়েন্ট ফিল্ডারের হাতে। আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। এরপর ইশারায় কিছু একটা দেখানোর চেষ্টা করেন হৃদয়। এরপর চুপ হয়ে উইকেটে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। এসময় হৃদয়ের শরীরী ভাষায় আপত্তি দেখেছেন আম্পায়াররা। এই ঘটনায় আম্পায়াররা ম্যাচ শেষে তার বিরুদ্ধে অভিযোগ আনেন। পরে শুনানিতে ডাকা হলে হৃদয় সেখানে যাননি। ফলে ম্যাচ রেফারি আকতার আহমেদ শিপার হৃদয়কে এক ডিমেরিট পয়েন্ট ও ১০ হাজার টাকা জরিমানা করেন। লেভেল-১ ভঙ্গ করায় এর বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই।
আগে থেকেই হৃদয়ের নামের পাশে ছিল ৭ ডিমেরিট পয়েন্ট। ফলে এখন তার নামের পাশে মোট ৮ ডিমেরিট পয়েন্ট দাঁড়ালো। তাতে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই ক্রিকেটার। তাকে ছাড়াই শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর বিপক্ষে মাঠে নামতে হবে মোহামেডানকে। অবশ্য গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচেও হৃদয়কে নিষিদ্ধ করেছিল ডিপিএলের টেকনিক্যাল কমিটি। সুপার লীগে প্রথম দুই ম্যাচ নিষিদ্ধ হলেও, আম্পায়ারস কমিটি অনৈতিকভাবে বাইলজ বদলে শাস্তি কমায় হৃদয়ের। পরে সেটা নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হলে গাজী গ্রুপের বিপক্ষে পরের ম্যাচে ওই এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু ম্যাচের আগের দিন তামিম ইকবালের নেতৃত্বে সব দলের ক্রিকেটাররা বিসিবি সভাপতির সঙ্গে মিটিং করার পর হৃদয়ের শাস্তি পিছিয়ে যায় এক বছর!
পরের ম্যাচেই আবার এক ডিমেরিট পয়েন্ট পান হৃদয়। তবে যেহেতু একই পয়েন্টের শাস্তি এক বছর পিছিয়ে গেছে ফলে এবারের শাস্তি পরের ম্যাচেই কার্যকর হবে কিনা সেটা নিয়ে সংশয় ছিল। তবে এবার আর ছাড় পাচ্ছেন না হৃদয়, আবাহনীর বিপক্ষে মাঠের বাইরেই থাকতে হবে মোহামেডান অধিনায়ককে। ইতিমধ্যে হৃদয়ের নিষেধাজ্ঞার চিঠি মোহামেডান ক্লাবে পৌঁছে দেওয়া হয়েছে বলে দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছে সিসিডিএম’র একটি সূত্র।