ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

এএইচএফ কাপে তৃতীয় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
২৮ এপ্রিল ২০২৫, সোমবার
mzamin

এএইচএফ কাপের সেমিফাইনালে হেরে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ হয়েছে আগেই। ৪৩ বছরে প্রথমবার এশিয়া কাপে খেলার সুযোগও হারাতে হয়েছে তাতে। গতকাল ছিল জাকার্তায় স্থান নির্ধারণী ম্যাচ। সেখানে বাংলাদেশ ৩-০ গোলে কাজাখস্তানকে হারিয়ে তৃতীয় হয়েছে। এর আগে গ্রুপ পর্বে এই দলকে ৫-১ গোলে হারিয়েছিল মিমোরা। এদিন ম্যাচের ৩ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। আরশাদ হোসেনের গোলে এগিয়ে যায় লাল সবুজ দল। পরের গোলটি আসতে বেশ সময় লেগেছে। ৩৭ মিনিটে আসে দ্বিতীয় গোল। আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন। ৪৭ মিনিটে রাকিবুল ইসলাম তৃতীয় গোল করে বাংলাদেশের জয় সুনিশ্চিত করেন। তার পরও লজ্জার এক টুর্নামেন্ট শেষে দেশে ফিরছে মামুনুর রশীদের দলকে। এদিকে প্রথমবারের মতো এশিয়া কাপের সুযোগ হাতছাড়া হওয়াতে তীব্র সমালোচনা চলছে হকি অঙ্গনে। আজ বাংলাদেশ হকি দলের এই ব্যর্থতার জন্য আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান ও ক্লাবের পরিচালক মঞ্জুরুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মোহামেডান উল্লেখ করেছে, ‘এএইচএফ কাপে ভরাডুবি এবং বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করতে না পারার দায় বাংলাদেশ হকি ফেডারেশনের অ্যাডহক কমিটির। জাতীয় দলের চরম এই ব্যর্থতায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড হকির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।’ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় মামুনুর রশীদ নয় বছর পর বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পান। বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে পারছে না। কেন বাংলাদেশ ব্যর্থ হলো এই বিষয়টি ক্রীড়াঙ্গন জানতে চায়। ওমান ম্যাচের পর থেকে এখন পর্যন্ত মামুন গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। আজ স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় জাকার্তা থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে হকি দল। বাজে পারফরম্যান্সের পাশাপাশি বাংলাদেশ দলের শৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠেছে। এক সূত্রের খবর, ওমান ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের অনুশীলন না থাকায় খেলোয়াড়রা সেদিন বাইরে ঘুরতে বেড়িয়েছিলেন। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে ম্যানেজার বায়েজিদ হায়দার এই বিষয়ে বলেন, ‘এ রকম কোনো কিছু ঘটেনি।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status