ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

পিএসএলে অভিষেকেই রিশাদের বাজিমাত

স্পোর্টস ডেস্ক

(২ দিন আগে) ১৪ এপ্রিল ২০২৫, সোমবার, ১২:২০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৯ পূর্বাহ্ন

mzamin

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) এবার লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচে ডাগআউটে বসে থাকতে হয়। তবে পরের ম্যাচেই অভিষেক হয় তার, আর শুরুতেই বাজিমাত করলেন বাংলাদেশের এই লেগ স্পিনার। প্রথম ম্যাচে তার শিকার ৩ উইকেট। 

ইনিংসের সপ্তম ওভারে প্রথমবার রিশাদকে আক্রমণে আনেন লাহোর অধিনায়ক শাহীন আফ্রিদি। ওই ওভারে ৭ রান খরচ করেন রিশাদ। পরের ওভারে তাকে মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান কুয়েটা গ্ল্যাডিয়েটরসের রাইলি রুশো। জবাব দিতে মোটেও দেরী করেননি রিশাদ, পরের বলেই বোকা বানিয়ে উপড়ে ফেলেন স্টাম্প। 

১২তম ওভারে নিজের শেষ ওভারে জোড়া শিকার ধরেন রিশাদ। মোহাম্মদ আমির তো বোল্ড হওয়ার পর রীতিমতো বিষ্ময় প্রকাশ করেন। পরের বলে আবরার আহমেদ ছক্কা হাঁকান। তিনিও পরের বলেই রিশাদের শিকার হয়ে ফেরেন। সবমিলিয়ে ৪ ওভারে ৩১ রান খরচার ৩ উইকেট নেন রিশাদ। তার এমন অভিষেকের দিনে দলও পেয়েছে সহজ জয়। কুয়েটাকে লাহোর হারিয়েছে ৭৯ রানে। তাদের ২১৬ রানের জবাবে কুয়েটা থেমেছে ১৪০ রানে।  

খেলা থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status