খেলা
সব হারিয়ে সতীর্থদের ওপর ক্ষুব্ধ লাওতারো মার্টিনেজ
স্পোর্টস রিপোর্টার
২ জুলাই ২০২৫, বুধবারচলতি মৌসুমে চার চারটি শিরোপার হাতছানি ছিল ইন্টার মিলানের। তবে একে একে সবই হারালো ইটালিয়ান ক্লাবটি। সোমবার রাতে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের কাছে অপ্রত্যাশিতভাবে ২-০ গোলে হেরে যায় উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের রানার্স আপ ইন্টার মিলান। এতে খালি হাতেই মৌসুম ফুরালো তাদের। আর সব হারিয়ে সতীর্থদের প্রতি ক্ষুব্ধ ইন্টার অধিনায়ক লাওতারো মার্টিনেজ। ফ্লুমিনেন্সের কাছে হারের পর ইন্টারের আর্জেন্টাইন ফারোয়ার্ড সতীর্থদের উদ্দেশ্যে বলেন, ‘ইন্টারে থাকতে হলে লড়াই করতে হবে। যার লড়াই করার ইচ্ছা সে বিদায় নিতে পারে।’ এই মৌসুমে একসময় একটির পর একটি শিরোপার হাতছানি ছিল ইন্টারের সামনে। কিন্তু ইতালিয়ান কাপের ফাইনালে তারা হেরে যায় চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের কাছে। সিরি আ লীগে শিরোপার লড়াইয়ে থেকেও শেষ পর্যন্ত রানার্স আপ হয় তারা। পরে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে বিধ্বস্ত হয় পিএসজি’র কাছে। এবার ক্লাব বিশ্বকাপে দৌড় থেমে গেল কোয়ার্টার-ফাইনালের আগেই। ম্যাচের পর দলের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মার্টিনেজ।
ইন্টারের ‘নাম্বার টেন’ ফুটবলার বলেন, ‘আমি লড়াই করতে চাই বড় শিরোপার জন্য। যে কেউ ইন্টারে থাকতে চাইলে লড়াই করতে হবে। যার লড়াইয়ের বা এখানে থাকার ইচ্ছে নেই, সে বিদায় নিতে পারে।’
লাওতারো মার্টিনেজ বলেন, ‘আমরা এমন ফুটবলারদের চাই, যারা এখানে থাকতে চায়। মূল্যবান একটি জার্সি গায়ে চাপাচ্ছি আমরা। আমাদের মানসিকতাও থাকতে হবে শীর্ষ মানের। লড়াই করো, অথবা দয়া করে ক্লাব ছেড়ে যাও।’
শূন্য হাতে মৌসুম শেষ করে ইন্টার অধিনায়ক আগামীতে দলের ভেতর সত্যিকারের তাড়না দেখতে। তিনি বলেন, লম্বা ও ক্লান্তিকর একটি সেশন ছিল। আমরা খালি হাতে শেষ করলাম। এটিই সবার প্রতি সাধারণ বার্তা, আমরা কিছুই জিতিনি। মান ধরে রাখতে ও শিরোপার লড়াইয়ে থাকতে, আমাদের ভেতর তাড়না থাকতে হবে। সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি, যারা এখানে এসে কাছ থেকে আমাদেরকে সমর্থন করেছেন। আমি দলের অধিনায়ক, আমার চাওয়া, সবকিছুই যেন সেরা অবস্থায় থাকে।’