খেলা
নির্বাচক হচ্ছেন সেজান ও সালমা!
স্পোর্টস রিপোর্টার
২ জুলাই ২০২৫, বুধবার
হান্নান সরকার দায়িত্ব ছাড়ার পর তার জায়গায় নতুন কোনো নির্বাচক নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিসিবি’র ১৯তম বোর্ড সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ফাঁকা জায়গা এবার পূরণ করা হবে। হান্নানের স্থলাভিষিক্ত হতে পারেন বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে থাকা এহসানুল হক সেজান। আর নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেতে পারেন সাবেক অধিনায়ক সালমা খাতুন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব ছাড়া হান্নান সরকার লম্বা সময় ধরে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন। জাতীয় দলের নির্বাচক হিসেবে পদত্যাগ করার পর ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের কোচ হন হান্নান। তিনি যাওয়ার পর থেকে গাজী আশরাফ হোসেন লিপু ও আব্দুর রাজ্জাক সামলাচ্ছেন নির্বাচকের দায়িত্ব।
সেজান বলেন, ‘এখনো নির্বাচক হওয়ার ব্যাপারে বিসিবি আমার সঙ্গে যোগাযোগ করেনি। তবে বয়সভিত্তিক দলে যেহেতু লম্বা সময় ধরে কাজ করছি, তাই এই দায়িত্ব পেলে কাজ করতে সমস্যা নেই। আর এভাবে জাতীয় দলের নির্বাচক হলে বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করা অন্য নির্বাচকরা বেশ অনুপ্রাণিত হবে কাজ করতে।’
অন্যদিকে নারী দলের নির্বাচক হিসেবে আলোচনায় থাকা সালমা খাতুন এখনো ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানাননি। তবে বিসিবি’র সঙ্গে আলোচনা করে দায়িত্ব নিতে আগ্রহী তিনি। সালমা বলেন, ‘আমি শুনেছি নির্বাচক হওয়ার ব্যাপারে। তবে বিসিবি আনুষ্ঠানিকভাবে এখনো আমার সঙ্গে যোগাযোগ করেনি। যদি তেমন কিছু হয়, তবে বিসিবির সঙ্গে আলোচনা করে অবসর নেব।’ নির্বাচক হিসেবে কাজ করতে আগ্রহ পাচ্ছেন কি না এমন প্রশ্নের জবাবে সালমা বলেন, ‘বিসিবিতে কাজ করতে মুখিয়ে আছি। সব সময়ই ক্রিকেটের সঙ্গে থাকতে চাই আমি।’