খেলা
উন্নত চিকিৎসার জন্য লন্ডনে তাসকিন
স্পোর্টস রিপোর্টার
২৮ এপ্রিল ২০২৫, সোমবার
লন্ডনে চিকিৎসার জন্য দেশ ছেড়েছেন দেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ। তাকে সঙ্গ দিতে গতকাল মধ্য রাতে ভিন্ন ফ্লাইটে দেশ ছাড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। গোড়ালির পুরনো ইনজুরিতে ভুগছেন তাসকিন। এই কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ডানহাতি এই পেসারকে। গতকাল রাত ৮টার ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন তাসকিন। বিসিবি’র চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন আগামী মঙ্গলবার তাসকিনের জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জেমস ক্যাল্ডারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। পা ও গোড়ালির চিকিৎসার জন্য বিখ্যাত এই চিকিৎসক একজন অর্থোপেডিক সার্জন। দেবাশীষ বলেন, ‘আগামী ২৯শে এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের অর্থোপেডিক সার্জন জেমস ক্যাল্ডারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তার পরামর্শ অনুযায়ী পরের ধাপ অনুসরণ করা হবে। তাসকিনের সঙ্গে আমিও থাকবো। যদিও আমরা একই ফ্লাইটে যাচ্ছি না।’ বছরের শুরুতে তাসকিন খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগে। সেখানেই তিনি ব্যাথা অনুভব করেন। পরে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা চালিয়ে যান। তবে তাকে টেস্ট খেলিয়ে ঝুঁকি নেয়নি বিসিবি।
ঢাকা লীগে মোহামেডানের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তাসকিন। রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তিনটি করে উইকেট নেন এই পেসার। আর ধানমণ্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে নেন দুই উইকেট। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। বর্তমানে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন। জানা গেছে, তার গোড়ালির হাড় বেড়ে গেছে। এ ধরনের সমস্যায় সাধারণত পেসারদের নিয়ম মেনে ওয়ার্কলোড মেনে খেলতে হয়। সার্জারি লাগলে সেটি ভালো হতেও বেশ সময় লাগে। তবে খেলোয়াড় চাইলে সেটি ম্যানেজ করে খেলতে পারেন যদি প্রতিনিয়ত বল করার সময় ব্যাথা অনুভব না করেন। ধারণা করা হচ্ছে, এ বছর দেশের যে ৬টি টেস্ট ম্যাচ আছে তার সব তিনি খেলতে পারবেন না। তবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সাদা বলে তার খেলার সম্ভাবনা রয়েছে।