খেলা
‘অলৌকিক ওষুধ’ খেয়ে জকোভিচের রক্ষা
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ২ জুলাই ২০২৫, বুধবার, ৩:৫৭ অপরাহ্ন

প্রথম সেটে ছন্দেই ছিলেন নোভক জকোভিচ। তবে দ্বিতীয় সেটে আচমকা খেই হারান এই সার্বিয়ান তারকা। বোঝাই যাচ্ছিল যে কিছু একটা সমস্যা হচ্ছে। তবে সেসব প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি যৌথভাবে টেনিসের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের মালিকের সামনে। আলেক্সান্দ্রে মুলারের বিপক্ষে ৬-১, ৬-৭ (৭-৯), ৬-২, ৬-২ গেমে জিতে পরের রাউন্ডে পৌঁছে গেছেন জকোভিচ।
রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে মঙ্গলবার সেন্টার কোর্টে নামেন উম্বলডনের সাতবারের চ্যাম্পিয়ন জকোভিচ। ম্যাচের পর এই ৩৮ বছর বয়সী তারকা স্বীকার করেন যে, দ্বিতীয় সেটের সেই ব্যাথায় ম্যাচটি কঠিন হয়ে পড়ে তার জন্য। পরে নিজস্ব ব্র্যান্ডের ইলেক্ট্রোলাইট পানীয়র সঙ্গে ওষুখ খেয়ে ছন্দে ফেরেন তিনি। জকোভিচ বলেন, ‘নিজেকে উপভোগ করেছি, তবে দ্বিতীয় সেশনে সামান্য কম। একটি সেটে নিজের সেরাটা অনুভূত হবার পর প্রায় ৪৫ মিনিট ধরে নিজেকে সবচেয়ে খারাপ অবস্থায় পাই। এটি পেটের সমস্যা কি না, জানি না। আমার জন্য সেই সময়টা কঠিন ছিল। তবে চিকিৎসকের অলৌকিক ঔষধ খাবার পর শক্তি ফিরে পাই ও ভালোভাবে ম্যাচটি শেষ করতে পারি।’ দ্বিতীয় রাউন্ড নিয়ে সার্বিয়ার এই ষষ্ঠ বাছাই বলেন, ‘টুর্নামেন্ট মাত্রই শুরু হলো। ড্রয়ে দারুণ কিছু খেলোয়াড় আছে। পরের রাউন্ডে আমার প্রতিপক্ষ ব্রিটন। এটি কঠিন হবে।’ ২০২৩-এ নিজের ২৪তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপায় কিংবদন্তি মার্গারেট কোর্টের রেকর্ড সর্বোচ্চ শিরোপায় ভাগ বসিয়েছেন নোভাক জকোভিচ। এখন তার অপেক্ষা রেকর্ডটি এককভাবে নিজের করে নেয়ার। যদিও শেষ দু’টি উইম্বলডন ফাইনালে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজের কাছে হেরে শিরোপা খুইয়েছেন তিনি।
অন্য ম্যাচে ছেলেদের শীর্ষ বাছাই ইতালির ইয়ানিক সিনার তার স্বদেশি লুকা নার্দিকে ৬-৪, ৬-৩, ৬-০ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছেন। রাশিয়ার পলিনা কুদেরমতোভাকে ৭-৫, ৬-১ গেমে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছেছেন মেয়েদের পাঁচবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী পোলিশ তারকা ইগা সোয়াতেকও।