ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

মায়ামির অনুশীলনে কেনো নেই মেসি-সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক

(১৫ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ৩:০১ অপরাহ্ন

mzamin

ইন্টার মায়ামির অনুশীলনে শনিবার দেখতে পাওয়া গেলো না দলের দুই মহাতারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে। ফের কি চোট শঙ্কায় পড়লেন আর্জেন্টাইন অধিনায়ক? না, তেমন কিছু ঘটেনি। কোচ হাভিয়ের মাশচেরানো জানিয়েছেন, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের প্রথম লেগে হারের পর দলের ক্লান্তির ছাপ স্পষ্ট। তাই আমেরিকান মেজর লীগ সকারের পরের ম্যাচে দলগঠনে আসতে চলছে বড়সড় পরিবর্তন।

নিজেদের শেষ ম্যাচে ভ্যানকুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে ২-০ গোলে হারে ইন্টার মায়ামি। মাশচেরানো জানিয়েছেন, সে ম্যাচে বিশেষ করে সিনথেটিক টার্ফে খেলার কারণে ক্লান্তি বেড়েছে মেসির। তবে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের এক সময়ের সতীর্থ মাশচেরানো আশ্বাস দিয়েছেন যে, সে ম্যাচটি ভালোভাবেই শেষ করেছে মেসি, তবে কৃত্রিম ঘাসের কারণে তাতে শরীরে বাড়তি চাপ এসেছে। শুধু মেসি-সুয়ারেজই নন, শনিবারের অনুশীলনে অনুপস্থিত ছিলেন গোলকিপার অস্কার উস্তারিও। আলাদাভাবে সেশন করেছেন সার্জিও বুসকেটস। ক্লান্তি আর টানা ভ্রমণ যে মায়ামির খেলোয়াড়দের শরীরে ছাপ ফেলেছে তা স্পষ্ট। এমএলএসে চলতি মৌসুমে দলের আট ম্যাচের ছয়টিতে অংশ নিয়েছেন সর্বোচ্চ আটবারর ব্যালন ডি’অর জয়ী মেসি, এর মধ্যে পাঁচটিতেই ছিলেন শুরুর একাদশে। 

ভ্রমণ ক্লান্তি নিয়ে মাশচেরানো বলেন, ‘৭২ ঘন্টারও কম সময়ে ছয় ঘন্টার সফর করে খেলা কঠিন। এটি টরন্টোর বিপক্ষে খেলার মতো ছিল না, কেননা তখন পুনরুদ্ধারের সময় বেশি ছিল।’ তবে মায়ামির ৪০ বছর বয়সী আর্জেন্টাইন কোচ জানিয়ে রাখলেন, হারের ধাক্কা সামলে তাদের ছন্দে ফিরতে হবে। তিনি বলেন, ‘আমাদের পরবর্তী ম্যাচকে অগ্রাধিকার দিতে হবে। দল জয়ের ছন্দে ফিরতে হলে অবশ্যই কিছু পরিবর্তন দরকার।’

বাংলাদেশি সময় আজ রাত ৩টায় ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ডালাসকে আতিথেয়তা দেবে ইন্টার মায়ামি। দুই সুপারস্টার ও আক্রমণভাগের ত্রাতা মেসি আর সুয়ারেজ খেলবেন কি না এখনও নিশ্চিত নয়। তবে মাশচেরানোর কথায় পরিস্কার, শুরু একাদশে অপেক্ষা করছে বেশ কিছু চমক।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status