খেলা
বিকাল ৪টায় বিসিবি’র অনলাইন জরুরি সভা
স্পোর্টস ডেস্ক
(১৫ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১৭ অপরাহ্ন

সম্প্রতি নানা বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর্থিক অনিয়মের অভিযোগ এবং ক্লাব, খেলোয়াড় ও বোর্ডের মধ্যকার বিশৃঙ্খলা অবস্থা নিয়ে আলোচনা করতে অনলাইনে জরুরি সভা ডেকেছে বিসিবি। আজ বিকাল ৪টায় জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে এই সভা।
এর আগে গত ২৪শে মার্চ বিসিবি’র জরুরি সভা হওয়ার কথা ছিল। সেদিন ডিপিএলের মাঠেই তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে গেলে বাতিল হয় সেটি। এরপর গত একমাসে যা যা হলো তা ঠিকঠাক সামাল দিতে পারেনি ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের আগে অনলাইনে জরুরি সভা ডাকে বিসিবি। সেই সভায় টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।