খেলা
‘রান না করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে হবে’
স্পোর্টস রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৫, রবিবার
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাটারদের ব্যর্থতায় হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে কোনো ইনিংসেই ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। গতকাল চট্টগ্রামে অনুশীলনের পর উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী বলেন, ‘রান না করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে হবে।’ সিলেট থেকে বৃহস্পতিবার চট্টগ্রামে পৌঁছায় বাংলাদেশ দল। গতকাল বীরশ্রেষ্ট মতিউর রহমান চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন জাকের। ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘প্রথম টেস্টেটা আমাদের পক্ষে যায়নি, তবে আমরা আমাদের প্রক্রিয়ার মধ্যেই আছি। আমাদের মধ্যে আলোচনা হয়েছে। অবশ্যই ব্যাটিং ফোকাস থাকবে, কারণ ব্যাটিং খারাপ হওয়ার কারণেই আমরা সংগ্রাম করি, কাজেই এখানেই মূল ফোকাস। শট সিলেকশন কীভাবে আরও ভালো করা যায়, এসব নিয়ে আলাপ হয়েছে। সব সময় তো আর বোলাররা জেতাবে না, বেশিরভাগ সময় বোলাররাই (টেস্ট) জেতায়। আমরা চাইব, এই ম্যাচে যেন আমাদের ব্যাটাররা সবাই সেরা পারফর্মেন্সটা দিতে পারে, সহজেই জিততে পারি।’সবার কাছ থেকে অন্তত লড়াই চান জাকের। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫৮ রানের ইনিংস খেলেন জাকের। সে দিন অষ্টম উইকেটে তাকে ৯১ বলে ৩৫ রানের জুটিতে সঙ্গ দেন হাসান মাহমুদ। পেসার হাসানের ৫৮ বলে ১২ রানের ইনিংসের দৃষ্টান্তও তুলে ধরেছেন জাকের আলী। তিনি বলেন, ‘শেষ ইনিংসে আমার কাছে হাসানের ব্যাটিং খুবই ভালো লেগেছে। ও যে লড়াইটা করেছে, খুবই ভালো লেগেছে। এ রকম ইনটেন্ট থাকলে, সবাই প্রতিদিন রান করবে না তবে অন্তত সবাই যেন ওই চেষ্টাটা করে, তা করলেই বড় রান করা সম্ভব।’ শেষ ১২ ইনিংসে হাফ সেঞ্চুরি নেই, চার ইনিংস পৌঁছাতে পারেননি দুই অঙ্কেই। ৩৭ বছর বয়সী মুশফিকের ফর্ম নিয়ে তাই আলোচনা চলছে কয়েক দিন ধরেই। তবে জাকের মনে করিয়ে দেন বাকি ১০জনেরও রান করতে হবে। তিনি বলেন, ‘দলে তো উনি একা খেলছেন না। ওনারই যে রান করতে হবে, রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’ টানা বাজে খেলায় ক্রিকেট দলের প্রতি মানুষের আগ্রহ কমছে কিনা এ নিয়েও আলোচনা শুরু হয়েছে। জাকের মনে করেন, ক্রিকেটে মানুষের আগ্রহ আবারো ফেরাতে হলে প্রয়োজন ভালো পারফরম্যান্স। তিনি বলেন, ‘ভালো পারফরম্যান্স করা উচিৎ। ভালো পারফরম্যান্সের ওপর আর কিছু নেই। আমাদের সবার লক্ষ্য থাকবে ভালো পারফর্ম করা। যেহেতু সিনিয়র ক্রিকেটাররা যাবেন (অবসরে), স্বাভাবিকভাবেই তরুণ ক্রিকেটারদের মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে। আমার কাছে মনে হয় কয়েকদিন সময় লাগবে। আর এটা রিকভার হয়ে যাবে।’ সিলেটে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হওয়ার পরই ৮২ রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সম্ভাবনা জাগিয়েও সংগ্রহটা আড়াই শর বেশি করা যায়নি। জাকের তাই তাগিদ দিয়েছেন সবাইকে এগিয়ে আসার। এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘ব্যাটসম্যান যতজন আছে, সবারই দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে করতে হবে।’