খেলা
জাতীয় লীগের ক্রিকেটারদের বেতন বাড়ানোর দাবি
স্পোর্টস রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৫, রবিবার
তাওহীদ হৃদয়ের শাস্তি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলছে নানা নাটক। সবশেষ শুক্রবার জরুরি সভার আয়োজন করে ক্রিকেটাররা। সেখানে তারা বিসিবি’র কাছে তিনটি দাবি তুলে ধরেন। শাইনপুকুরের সঙ্গে গুলশানের ম্যাচে ক্রিকেটারদের ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত সেটি নিয়ে কোনো মন্তব্য না করা। এছাড়া বিপিএলে স্পট ফিক্সিংয়ের যে ক্রিকেটারদের নাম এসেছে তা প্রমাণিত না হওয়া পর্যন্ত কেন প্রকাশ করা হলো তা নিয়ে। সেখানে ক্রিকেটাররা দাবি করেন কেউ দোষী হলে তাদের শাস্তি হবে কিন্তু তা প্রমাণের আগে যে কারো সম্মানহানী যেন না করা হয়। জানা গেছে সেই সভাতেই বিসিবি’র কাছে জাতীয় লীগের ক্রিকেটারদের বেতন আরো একবার বাড়ানোর দাবি তুলেছে তারা। বেতন বাড়ানোর দাবি প্রসঙ্গে বিসিবি’র আম্পায়ার্স ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু দৈনিক মানবজমনিকে জানিয়েছেন তারা এ নিয়ে পরে আলোচনা করবেন। তিনি বলেন, ‘জাতীয় লীগের ক্রিকেটাররা বেতন বাড়ানোর দাবি করেছে তা নিয়ে আমরা পরে আলোচনা করবো। তাদের বলেছি অন্য কোনো সময়ে এ নিয়ে তাদের কথা শুনবো।’ বর্তমানে জাতীয় লীগের ক্রিকেটারদের ক্যাটাগরি অনুসারে বেতন ২০, ২৫ ও ৩৫ হাজার টাকা। যার থেকে কেটে নেয়া হয় ভ্যাটও। এছাড়াও তাদের ম্যাচ ফি দেয়া হয় ৭৫ হাজার টাকা। যা অপ্রতুল বলে মনে করেন ক্রিকেটাররা। এত স্বল্প বেতন নিয়ে তাদের বেশ আপত্তি। এ নিয়ে জাতীয় লীগের অভিজ্ঞ ক্রিকেটার জিয়াউর রহমান বলেন, ‘আসলে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এর বাইরে আমাদের ম্যাচ ফি বাড়ানোর কথাও হয়েছে। বর্তমানে আমাদের ম্যাচ ফি ৭৫ হাজার, এছাড়াও বেতন ২০ থেকে সর্বোচ্চ ৩৫ হাজার। আমরা এ নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করতে চেয়েছি। যদি তিনি সময় দেন তাহলে এগুলো নিয়ে বসবো। কারণ, বর্তমানে যে পরিস্থিতি তাতে এত অল্প আয়ে জীবন ধারণ করা কঠিন। কারণ সবাই তো আর জাতীয় দল, এমনকি বিপিএল ও ডিপিএলও খেলে না।’