খেলা
কোপার ফাইনালের আগে রেফারি নিয়ে ‘কাণ্ড’ রিয়ালের
স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, রবিবার
স্প্যানিশ রেফারিদের নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগের খবর নতুন নয়। আরও একবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রিয়াল ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। অল হোয়াইটদের নিজস্ব টিভি আরএমটিভি’র মাধ্যমে রেফারিদের বিরুদ্ধে প্রচারণার অভিযোগে সংবাদ সম্মেলনে রেফারিদের কান্না, রিয়ালের পক্ষ থেকে রেফারি পরিবর্তনের আবেদন এবং ফাইনালের আগের দিনের সব ধরনের আনুষ্ঠানিকতা বর্জনে উত্তাল স্প্যানিশ ফুটবল। এমনকি কোপা দেল রে’র ফাইনালে রিয়াল মাদ্রিদের অংশগ্রহণ না করারও খবর ছড়ায়। তবে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ক্লাবটি জানিয়েছে যে ফাইনাল বয়কটের গুঞ্জনটি সঠিক নয়।
সবকিছুর সূত্রপাত শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে ফাইনালের রেফারিদের মন্তব্য থেকে। ম্যাচের রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচিয়া চোখে জল নিয়ে বলেন, তাকে নিয়ে রিয়াল মাদ্রিদ টিভির সমালোচনায় বিরূপ প্রভাব পড়ছে তার পরিবারের ওপর। বেনগোচিয়া বলেন, “যখন আপনার ছেলে স্কুলে যায় এবং মানুষজন তাকে বলে যে তার বাবা ‘চোর’, এটি সত্যিই ভয়ানক।” সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে হুমকি দিচ্ছে বলে জানান এই স্প্যানিশ রেফারি। তার পাশে থাকা ভিএআর রেফারি পাবলো গঞ্জালেসও কথা বলেন এ প্রসঙ্গে। একপ্রকার হুমকি দিয়েই তিনি বলেন, ‘আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আর এটি হতে দেব না। শীঘ্রই আপনারা খবর পেতে পারেন। আমরা ইতিহাস তৈরি করতে যাচ্ছি। আমরা যা সহ্য করে আসছি তা আর সহ্য করব না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’ মূলত এই দুই রেফারির অতীতের কিছু সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের বিপক্ষে গিয়েছিল মনে করে ক্লাবটি। কোপা দেল রে ফাইনালের জন্য বেনগোচেয়া মূল রেফারির দায়িত্বে থাকবেন, এটা ঠিক হওয়ার পরই রিয়াল মাদ্রিদ টিভিতে এই রেফারিকে নিয়ে বিশ্লেষণমূলক একটি ভিডিও দেখানো হয়। সেই ভিডিওতে রিয়ালের বিপক্ষে ম্যাচে রেফারির অতীত ভুলগুলো নিয়ে কাটাছেঁড়া করা হয়। এই বক্তব্যের জের ধরে ফাইনালে তাদের বদলির অনুরোধ জানায় রিয়াল মাদ্রিদ। তাদের বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘পূর্বপরিকল্পিত’ বলে অভিহিত করে ইউরোপের সফলতম ক্লাবটি আরএফইএফকে জানায়, এই দুই রেফারি কোপা দেল রে ফাইনাল পরিচালনার পর্যায়ে নেই। তাদের যেন বদলি করা হয়। তবে সেটি প্রত্যাখ্যান করে ফেডারেশনটির সভাপতি রাফায়েল লুজান বলেন, ‘এটি যারা (টেকনিক্যাল টিম) রেফারিদের নিয়োগ করে তাদের ব্যাপার। আমি এতে ঢুকব না। এর সূত্র ধরেই অনুশীলন এমনকি সংবাদ সম্মেলন পর্যন্ত বয়কট করে রিয়াল। ফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলোত্তি ও লুকা মদরিচের উপস্থিত থাকার কথা থাকলেও তারা সেখানে যাননি। এমনকি লা কার্তুজা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে অনুশীলনও করেনি খেলোয়াড়েরা। এতে করে জোর গুঞ্জন ওঠে রিয়ালের ফাইনাল ম্যাচও বয়কটের প্রসঙ্গে। তবে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ক্লাবটি নিশ্চিত করেছে যে, তারা ফাইনালে অংশগ্রহণ করছে এবং কখনওই তারা ফাইনাল খেলা থেকে সরে দাঁড়ানোর কথা ভাবনি।