খেলা
ঢাকা ক্লাবে প্রেসিডেন্ট কাপ স্নুকার শুরু
স্পোর্টস রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৫, রবিবারদেশের ফুটসাল, টেনিস, বিলিয়ার্ড এবং স্নুকারের মতো অনেক খেলার সূতিকাগার ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব। শাহবাগে দাঁড়িয়ে থাকা এই প্রতিষ্ঠান থেকেই অভিজাত খেলাগুলো ছড়িয়েছে দেশব্যাপী। সেই ধারাবাহিকতায় এবারও স্নুকার টুর্নামেন্টের আয়োজন করছে ক্লাবটি। দশ ক্লাবের ৪৩ জন খেলোয়াড়ের অংশগ্রহণে গতকাল শুরু হয়েছে ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার প্রতিযোগিতা। টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট আশরাফুজ্জামান খান (পুটন)। এ সময় ক্লাবের ডিরেক্টর আবদুর রহমান এবং টুর্নামেন্ট ডিরেক্টর ইব্রাহিম কাজুসহ অন্যরা উপস্থিত ছিলেন। আট দিনব্যাপী টুর্নামেন্টে দুই লাখ টাকার প্রাইজমানি দেওয়া হবে। চ্যাম্পিয়ন এক লাখ, রানার্সআপ ৫০ হাজার, তৃতীয় ১৫ হাজার, চতুর্থ ১০ হাজার এবং সেরা একজন খেলোয়াড় পাবেন ২০ হাজার টাকা। টুর্নামেন্ট ডিরেক্টর ইব্রাহিম কাজু বলেন, ‘প্রতিযোগিতাটি উন্মুক্ত হলেও কোন মেয়েরাই অংশ নিচ্ছে না।’ প্রেসিডেন্ট আশরাফুজ্জামান বলেন, ‘এর আগেও আমরা সাউথ এশিয়ান আন্তর্জাতিক স্নুকারের আয়োজন করেছিলাম। সামনে আমাদের আরও একটি আয়োজনের ভাবনা রয়েছে। দেশের সব খেলার তারকাদের একটি জমকালো সংবর্ধনা দেওয়ার কথা ভাবছি আমরা। এতে যেমন আমরা গর্বিত হব, তেমনি সম্মানিতবোধ করবেন দেশের তারকা ক্রীড়াবিদরা।’ আগামী ৩রা মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।