ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

পিএসজি’র গর্ব কেড়ে নিলো নিস

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, রবিবার
mzamin

ফরাসি লীগ ওয়ানে প্রথমবারের মতো অপরাজিত থাকার কীর্তি গড়তে যাচ্ছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে তাতে বাধ সাধলো নিস। শুক্রবার দুর্দান্ত খেলেও ঘরের মাঠে ৩-১ গোলে হারতে হয়েছে লুইস এনরিকের শিষ্যদের। উয়েফা চ্যাম্পিয়নস লীগে আর্সেনালের বিপক্ষে সেমিফাইনালের আগে এই পরাজয় বড় ধাক্কাই হয়ে এসেছে ফরাসি জায়ান্টদের জন্য।
পার্ক দে প্রিন্সেসে এদিন দাপুটে ফুটবল খেলে স্বাগতিকরা। ম্যাচের পরিসংখ্যান দেখার পর স্কোরলাইন দেখলে যে কারোরই ভ্যাবাচ্যাকা খেয়ে যাওয়ার কথা। ৭৬ শতাংশ বল পায়ে রাখা পিএসজি এদিন গোলের দিকে গুনে গুনে শট নেয় ৩২টি, যার মধ্যে লক্ষ্যে থাকে ১৩টি। অন্যদিকে ৭টির মধ্যে কেবল ৩টি লক্ষ্যে থাকে সফরকারী দলের, সেই তিনটিই আবার গোল। এদিন নিসের হয়ে জোড়া গোল করেন মার্গান সানসন। এই ম্যাচে হারের সঙ্গে লীগে অপরাজিত দৌড় শেষ হয় প্যারিসিয়ানদের। এই মৌসুমে তারা লিগ ওয়ানে অপরাজিত ছিল টানা ৩০ ম্যাচে। গত বছরের ১২ই মে ঘরের মাঠে তুলুজের বিপক্ষে ৩-১ গোলে পরাজয়ের পর ফরাসি কোনও প্রতিপক্ষের কাছে সবশেষ ৪১ ম্যাচে ছিল না কোনো হার। এই পরাজয়ের পর মৌসুমের শুরু থেকে দীর্ঘ সময় অপরাজিত থাকার রেকর্ডেও ভাগ বসাতে ব্যর্থ হয়েছে স্বাগতিক দল। বর্তমানে এই রেকর্ডের মালিক নতে। ১৯৯৪-৯৫ মৌসুমে শিরোপা জয়ের পথে ক্লাবটি ৩২ ম্যাচ অপরাজিত ছিল। আগামী ২৯শে এপ্রিল চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজিকে আতিথেয়তা দেবে আর্সেনাল। এর আগে এমন হার ফরাসি জায়ান্টদের জন্য বড় ধাক্কাই বটে। ম্যাচের পর কোচ এনরিকে বলেন, ‘আমরা বিভিন্ন উপায়ে আক্রমণ চালিয়েছি, তারা অসাধারণভাবে রক্ষণে কাজ করেছে।’ চ্যাম্পিয়নস লীগের ম্যাচকে সামনে রেখে এই স্প্যানিশ কোচ যোগ করেন, ‘আমরা আর্সেনালের সঙ্গে এমনভাবেই খেলতে এবং ৩০ বার সুযোগ তৈরি করতে চাইবো। কিন্তু আমাদের নিসকেও অভিনন্দন জানাতে হবে।’ যদিও সুখের সময়ে কাটছে না আর্সেনালেরও। আজ ইংলিশ প্রিমিয়ার লীগে টটেনহ্যাম হটস্পারকে আতিথেয়তা দেবে লিভারপুল। অ্যানফিল্ডে এ ম্যাচে হার এড়াতে পারলেই ৪ ম্যাচ হাতে রেখে শিরোপা উল্লাসে মাতবে অলরেডরা। চলতি মৌসুমে খুব বড়সড় দুর্ঘটনা না ঘটলে যৌথভাবে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে লিভারপুল। এই খবর নিশ্চিতভাবে জেনেই যদি গানারদের মাঠে নামতে হয়, তবে সেটি পিএসজির জন্যও ভালো সংবাদ বৈকি!

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status