ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

৪৩ বছরে প্রথমবার এশিয়া কাপ হকিতে নেই বাংলাদেশ, দায় কার

স্পোর্টস রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৫, রবিবার
mzamin

সেই ১৯৮২ সালে শুরু। এরপর থেকে এশিয়া কাপ হকির প্রতিটি আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। কখনও সরাসরি কখনও আবার বাছাই পর্ব পেরিয়ে। এবারই প্রথম এশিয়া কাপ হকিতে খেলতে পারছে না বাংলাদেশ। এশিয়ান কাপ হকির বাছাইয়ের টুর্নামেন্ট এএইচএফ কাপে ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় এশিয়ান হকির সর্বোচ্চ আসরে খেলা হচ্ছে না লাল-সবুজের প্রতিনিধিদের। এশিয়া কাপ হকিতে বাংলাদেশের নাম না থাকায় সমালোচনার ঝড় উঠেছে হকি অঙ্গনে। জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স সরাসরি কোচ ও ফেডারেশনকে দায়ী করেছেন। ফেডারেশনের সমালোচনা করে প্রিন্স বলেন, ‘জিমির মতো খেলোয়াড়কে ট্রায়ালেই ডাকা হয়নি। অনেক সমালোচনার পরও তারা কর্ণপাত করেনি। দল নির্বাচন সঠিক না হওয়ায় কারণে এমন লজ্জাজনক ফল। এ দায় কোচ ও ফেডারেশনকেই নিতে হবে।’ সাবেক খেলোয়াড় ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সাজেদ এ আদেল বাংলাদেশের খেলা দেখতে বিদেশে ছুটে যান সব সময়। এবারও জাকার্তায় আছেন। সেখান থেকে তিনি বলেন, ‘খেলায় হার জিত থাকবেই কিন্তু এবার বাংলাদেশ দল একেবারে ভালো খেলেনি। খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে মনে হয়েছে পেছন থেকে বোধ হয় টেনে ধরছে।’ জিমি না থাকা নিয়ে তিনি বলেন, ‘জিমি থাকলে অবশ্যই ভালো হতো কিন্তু একজন নেই এজন্য দল এত খারাপ খেলবে সেটা বিশ্বাস করি না। কারণ এই দলের অনেকে আছেন অভিজ্ঞ। ফেডারেশনের কমিটি নিয়ে যখন সমালোচনা হয়েছিল তখন সার্চ কমিটি বলেছিল, ‘তারা (কমিটির ব্যক্তিবর্গ) ভালো লোক’। আমিও বলবো তারা অবশ্যই ভালো কিন্তু দীর্ঘদিন হকির সঙ্গে নেই। যারা হকির সঙ্গে আছে তাদের দিয়েই কমিটি করা দরকার ছিল। এখন দ্রুত নির্বাচন দিয়ে যোগ্য লোকের আসার ব্যবস্থা করা উচিত।’ এএইচএফ কাপ হকির ফিটনেস টেস্টে হকি ফেডারেশন ৫০ জনের বেশি খেলোয়াড় ডেকেছিল। জিমিকে ফেডারেশন সেই তালিকায় রাখেনি। না ডাকার পেছনে অদ্ভুত যুক্তি ছিল ফেডারেশন সাধারণ সম্পাদকের, ৩২ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের বিবেচনা করা হচ্ছে না। পারফরম্যান্স ও ফিটনেস দিয়ে জাতীয় দলে খেলবেন খেলোয়াড়েরা। এ নিয়ে হকি অঙ্গনে অনেক সমালোচনা হয়েছিল। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে হকি ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করলেও গুরুত্ব দেয়নি। এশিয়ান হকিতে অনন্য রেকর্ড রয়েছে জিমির। টানা ছয়টি এশিয়া কাপ হকি খেলেছেন। এই কৃতিত্ব এশিয়ার আর কোনো হকি খেলোয়াড়ের নেই। তাই ২০২২ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান হকি ফেডারেশন তাকে সম্মাননাও জানায়। বয়স ৩৭ হলেও ফিটনেসে তিনি এখনো অনেকের চেয়ে এগিয়ে। তার পজিশনে এখনো বাংলাদেশে তার বিকল্প মেলেনি। জিমি শুধু হকি অঙ্গনই নয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গনেই বড় তারকা। গত দুই যুগে বাংলাদেশের হকির অ্যাম্বাসেডরই ছিলেন জিমি। সেই জিমিকে ফেডারেশন এবার বয়সের অজুহাতে না ডেকে অসম্মান করতে গিয়ে এখন দেশের হকির অপমান ডেকে এনেছে বলে মনে করছেন অনেকে। এএইএফ কাপে বাংলাদেশ বিগত সময়ে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডকে হেসেখেলে হারিয়েছে। এবার ইন্দোনেশিয়াকে হারিয়েছে ২০ সেকেন্ড আগে গোল দিয়ে। থাইল্যান্ডকে হারিয়েছে ২-১ গোলে। শ্রীলঙ্কার বিপক্ষে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৯ মিনিট পর্যন্ত। এএইচএফ কাপে এবারই বাংলাদেশের সবচেয়ে বিবর্ণ পারফরম্যান্স। জাতীয় দলের সাবেক তারকা রফিকুল ইসলাম কামাল বাংলাদেশের খেলায় বিস্মিত। সাবেক ফরোয়ার্ড বলেন, ‘বাংলাদেশের খেলায় আত্মবিশ্বাস কম লেগেছে। মামুনের কোচিংয়ে এমন খেলা কখনো দেখিনি।’ এএইচএফ কাপে বাংলাদেশ হকি ফেডারেশন প্রায় দুই মাস বাংলাদেশ দলকে ক্যাম্প করিয়েছে। বিদেশি দলের সঙ্গে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। এই দুর্বলতার কথা দেশ ছাড়ার আগেই বলেছিলেন দলের কোচ মামুনুর রশীদ। তবে সেটাকে খুব বড় করে দেখছেন না কামাল। এ বিষয়ে তিনি বলেন, ‘অনুশীলন ম্যাচের ঘাটতি শুরুর ম্যাচে প্রভাব পড়ার মতো ছিল। টুর্নামেন্টে চার ম্যাচ খেলার পর সেটা আর উল্লেখ করার মতো নয়।’ ১৯৮২ সালে শুরু হওয়া এশিয়া কাপে বাংলাদেশ অনেক দিন সরাসরি খেলেছে। ২০০৮ সাল থেকে এএইচএফ কাপ খেলে যেতে হচ্ছে। ২০১৬ সাল ছাড়া কোনো এএইচএফ কাপেই বাংলাদেশ অনুশীলন ম্যাচ খেলেনি। খেলোয়াড়দের সামর্থ্য ও যোগ্যতায় চ্যাম্পিয়ন হয়েই এশিয়া কাপ খেলেছে। এবার ফাইনালেই উঠতে পারলো না। ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের অধিনায়ক, ম্যানেজার, কোচের কাছ থেকে ব্যর্থতার কারণ সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসানের পর্যবেক্ষণ, ‘আসলে অন্যরা অনেক উন্নতি করেছে। আমরা পিছিয়ে পড়ছি। ট্যাকনিক্যাল ও ট্যাকটিক্যাল দুই দিকেই উন্নতি প্রয়োজন।’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status