খেলা
জয় দিয়ে অঘোষিত ফাইনালে আবাহনী-মোহামেডান
স্পোর্টস রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৫, রবিবার
হারলেই শিরোপার স্বপ্ন শেষ! এমন ম্যাচে জয়টা নাগালে থাকলেও মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন সেটা কঠিন করে ফেলেন! অন্যদিকে নিজেদের কাজটা ঠিকঠাক করা বিকেএসপিতে প্রহর গুনছিলেন আবাহনীর ক্রিকেটাররা। মিরপুরে মোহামেডান হারলেই এক ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হতো তাদের। তবে সেটা হয়নি, গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে জিতে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে মতিঝিল পাড়ার দলটি। গতকাল আবাহনী ও মোহামেডান নিজ নিজ ম্যাচে জয় পাওয়ায় দু’দলের শেষ লড়াইটি রূপ নিচ্ছে অঘোষিত ফাইনালে। শেষ ম্যাচের বিজয়ী দলে ঘরেই উঠবে শিরোপা।
ঢাকা প্রিমিয়ার লীগের সুপার লীগের ম্যাচে গতকাল শেষ বলে গাজী গ্রুপকে ৪ উইকেটে হারায় মোহামেডান। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গাজী গ্রুপের ২৩৬ রান টপকাতে শেষ ওভারে ১২ রানের সমীকরণ মেলায় তারা। যেখানে শেষ ওভারে এক ছক্কা ও এক চার হাকিয়ে জয়ের নায়ক নাসুম আহমেদ। তবে ৩০ রান আর ৩ উইকেট নেওয়া সাইফউদ্দিন হয়েছেন ম্যাচসেরা। একই দিনে বিকেএসপির ৪ নম্বর মাঠে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে আবাহনী। ২২৫ রান তাড়ায় ৩৭.৩ ওভারেই জয় পায় আকাশী-নীলরা। দুই দলের জয়েই প্রিমিয়ার লীগের শেষ ম্যাচ পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে মোহামেডান জিতলেই চ্যাম্পিয়ন হবে। তখন পয়েন্ট সমান হলেও মুখোমুখি লড়াইয়ে শিরোপা যাবে সাদা-কালো বাহিনীর ঘরে। আর আবাহনী জিতলে কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হবে তারা। আর ম্যাচ পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে আবাহনী।
মিরপুরে গাজী গ্রুপের শেষ ওভারে পারভেজ ইমনের করা শেষ ওভারে জয়ের জন্য মোহামেডানের প্রয়োজন ছিল ১২ রান। উইকেটে থাকা সাইফউদ্দিন ও নাসুম প্রথম ৪ বল থেকে নিতে পারেন মাত্র ৫ রান। ওভারের পঞ্চম বলটিতে বিশাল ছক্কায় উড়িয়ে মারেন নাসুম, পরের বলে সিঙ্গেল নিয়ে নিশ্চিত করেন দলের জয়।
রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার আনিসুল ইসলামকে হারায় মোহামেডান। তবে আরেক ওপেনার রনি তালুকদার ও তাওহিদ হৃদয়ের ৭৫ রানের জুটিতে ভালোই এগিয়ে যাচ্ছিল তারা। ১৪৮ রানে ৫ উইকেট হারায় মোহামেডান। ৩৭ রান করেন তাওহীদ হৃদয়। এরপর রিয়াদের ব্যাটে এগোচ্ছিল তারা। কিন্তু ৪৯ রান করে তিনিও বিদায় নেন। সেখান থেকে মোহামেডানকে জেতান সাইফউদ্দিন (৩০*) ও নাসুম আহমেদ (২১*)।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ২৩৬ রানে অলআউট হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন ওপেনার মুনিম শাহরিয়ার। মোহামেডানের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন ও মোস্তাফিজ।
একই দিনে বিকেএসপিতে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে সহজ জয় পায় আবাহনী। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান করে রূপগঞ্জ। দলের পক্ষে ৫ চারে ৮৮ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন মেহেদী মারুফ। মোহাম্মদ রিজওয়ান ৪৭ বলে ৪০, আকবর আলী ৪০ বলে ৩৫ ও শরীফুল ইসলাম ২৩ বলে অপরাজিত ৩৪ রান করেন। আবাহনীর হয়ে ৪ উইকেট পেয়েছেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ৩ উইকেট নেওয়া রাকিবুল হাসান।
রান তাড়া করতে নেমে দুই ওপেনার শাহরিয়ার কমল ও পারভেজ ইমন ৫.৪ ওভারে তোলেন ৪৪ রান। ৩টি করে চার ও ছয়ে শাহরিয়ার ২০ বলে ৩২ রান করে আউট হন। ইমনের ব্যাট থেকে আসে ৮ চার ও ও এক ছক্কায় ৮৪ বলে ৭৩ রান। এরপর জিসান আলমের ৬৯ বলে ৬৩ আর মেহেরব হাসান (২৪*) ও মোহাম্মদ মিঠুনের (২৯*) ব্যাটে সহজ জয় পায় আবাহনী।