খেলা
শ্রীলঙ্কায় বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের
স্পোর্টস রিপোর্টার
২৭ এপ্রিল ২০২৫, রবিবার
ব্যাটিং ব্যর্থতা যেন বাংলাদেশ ক্রিকেটের সবখানেই ছড়িয়ে পড়েছে। ইনিংসের মাঝপথে ৩৬ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ অনূর্ধ-১৯ দল শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে ৯৮ রানের বড় ব্যবধানে। স্বাগতিক শ্রীলঙ্কান যুবাদের দেয়া ২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টপ অর্ডার এবং মিডল অর্ডারের ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ থেমেছে ১৪৩ রানে। কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে শেষ পর্যন্ত ওয়ানডে ম্যাচটা তারা হেরেছে ৯৮ রানের বিশাল ব্যবধানে। রান তাড়ায় দলীয় ২৯ রানে ১৯ রান করা জাওয়াদ আবরারকে হারায় বাংলাদেশ।এরপর কালাম সিদ্দিকি আর অধিনায়ক আজিজুল হক তামিমের জুটি যোগ করে ৪৫ রান। ৭৪ রানে ২৪ রান করা ফেরার পর শুরু হয় বিপর্যয়। দলীয় ৭৪ থেকে ১০৯ রান পর্যন্ত যেতেই বাংলাদেশ হারায় ৬ উইকেট। কালাম সিদ্দিকি করেন সর্বোচ্চ ৪৬ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ অলআউট হয় ১৪৩ রানে। এর আগে ব্যাটিংয়ে নামা লঙ্কান যুবারাও শুরুতে নিয়মিত উইকেট হারায়। স্বাগতিকদের শুরুর চার ব্যাটারের ৩ জনই আউট হয়েছেন বিশ রান করার আগে। তবে সেনুজা ওয়েকুনাগোদা খেলেছেন ৫০ রানের ইনিংস। এরপর চামিকা হেনাতিগালা খেলেছেন ৭৮ রানের ইনিংস আর কাভিজা গেমাগের ব্যাট থেকে এসেছে ৬০ রানের ইনিংস। দুজনের জুটি ১২৭ রানের। ১১৪ রানে ৬ উইকেট হারানো দলটা শেষ পর্যন্ত করেছে ২৪১ রান। ৬ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে একই মাঠে আগামীকাল।