ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

লিভারপুলের শিরোপা নিশ্চিত হতে পারে আজই

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, রবিবার
mzamin

ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে আজ টটেনহ্যাম হটস্পারকে আতিথেয়তা দেবে লিভারপুল। নিশ্চিতভাবেই অ্যানফিল্ডের গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে আজকে। কেননা স্পার্সের বিপক্ষে হার এড়াতে পারলেই ঘরের মাঠে প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের উল্লাসে মাতবে অলরেডরা।
চলতি মৌসুমে শিরোপার লক্ষ্যে বেশ ভালো লড়াই করেছে আর্সেনাল। তবে শেষ দিকে এসে পয়েন্ট না খোয়ালে লিভারপুলের অপেক্ষাটা আরও বাড়তে পারতো। ৩৪ ম্যাচ খেলে ১৮ জয়, ১৩ ড্র ও ৩ হারে ৬৭ পয়েন্টে দুইয়ে থাকা গানাররা শেষ পাঁচ ম্যাচের তিনটিই শেষ করেছে পয়েন্ট ভাগাভাগি করে। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ২৪ জয়, ৭ ড্র ও ৩ হারে ৭৯ পয়েন্টে শীর্ষে থাকা লিভারপুলের শেষ পাঁচ ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট খোয়ায় মাত্র একবার। এই ম্যাচের পর দু’দলেরই হাতে থাকবে ৪টি করে ম্যাচ। নিজেদের ম্যাচগুলোতে পূর্ণ ১২ পয়েন্ট পেলে মিকেল আর্তেতার দলের মোট পয়েন্ট দাড়াবে ৭৯। সুতরাং আজ ১ পয়েন্ট পেলেই রেকর্ড ২০ বার শিরোপা জয়ের উল্লাসে মাতবে পুরো অ্যানফিল্ড। সমপরিমাণ শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে ঘরের মাঠে শিরোপা জেতার যে একটা চাপ আছে সেটি বেশ ভালো করেই জানেন অলরেড বস আর্নে স্লট। এ প্রসঙ্গে শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ‘এটি বড় একটি দায়িত্ব। ক্লাব শেষবার লীগ জিতেছিল কোভিডের সময়। তাই সবাই রোববারের ম্যাচের দিকে তাকিয়ে।’ তিনি যোগ করেন, ‘আমরা জানি কাজ এখনও বাকি। আমাদের অন্তত একটি পয়েন্ট চাই। আমাদের ভক্তরাও তা জানে। তারা জানে যখন স্টেডিয়ামে আসবে তখন সম্ভব্য সেরা সমর্থন আমাদের দেবে, যেভাবে তারা পুরো মৌসুমে দিয়েছে। প্রত্যেকে দারুণ এক অপেক্ষায়, তবে রোববারের ম্যাচে আমাদেরও দায়িত্ব পালন করতে হবে।’ নিজেদের শেষ ম্যাচে ড্র করে এমন পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে স্বয়ং আর্সেনালই। গত বুধবার ঘরের মাঠে দু’বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ড্র করে গানাররা। যদিও এখনও কাগজে কলমে লিভারপুলকে ধরে ফেলার ক্ষমতা আছে আর্সেনালের। সেজন্য নিজেদের সব ম্যাচে জয়ের পাশাপাশি অলরেডদের বাকি ম্যাচগুলোতে হারতে হবে। যদিও তাতেও খুব একটা লাভ হবে না গানারদের। কেননা, পয়েন্ট সমান হলে প্রিমিয়ার লীগের শিরোপা নির্ধারন হবে গোল ব্যবধান দিয়ে। সেখানে এখন পর্যন্ত ১০ গোলে এগিয়ে আছে আর্নে স্লটের শিষ্যরা।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status