খেলা
কপালে ‘ঘি’ জুটছে না কেইনের
স্পোর্টস ডেস্ক
(১০ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১৩ অপরাহ্ন

ভাগ্যের নির্মম পরিহাস বুঝি একেই বলে। ক্যারিয়ারের প্রথম শিরোপা যখন হাতছানি দিচ্ছে, তখন মাঠেই থাকা হচ্ছে না হ্যারি কেইনের। বারবার ফাইনালের মঞ্চ থেকে খালি হাতে ফিরতে হয়েছে এই ইংলিশ তারকা ফুটবলারকে। এবার সেই স্বপ্ন পূরণ হতে চললেও মাঠে থেকে শিরোপার স্বাদ নিতে পারবেন না কেইন।
আলিয়েঞ্জ অ্যারেনায় শনিবার মাইন্সের বিপক্ষে ৩-০ গোলে জয় তুলে নেয় বায়ার্ন মিউনিখ। জার্মান বুন্ডেসলিগার আরেক ম্যাচে একই সময় ঘরের মাঠে নামে বায়ার লেভারকুজেনও। সেই ম্যাচে অক্সবুর্গের সঙ্গে ২-০ গোলে জিতে যায় স্বাগতিকরা। এই ম্যাচে লিভারকুজেন জিততে ব্যর্থ হলেই জার্মান শীর্ষ লীগে রেকর্ড ৩৪তম শিরোপা ঘরে তুলতো বায়ার্ন, একই সঙ্গে কেটে যেতো হ্যারি কেইনের ট্রফি খরাও। এখনই শিরোপায় হাত না দিতে পারলেও বড়সড় একটি দুঃসংবাদ অপেক্ষা করছিল কেইনের জন্য। এই ইংলিশ ফরোয়ার্ডের পেশাদার ক্যারিয়ার ১৫ বছরের। ইংল্যান্ড জাতীয় দল ও সাবেক ক্লাব টটেনহ্যাম হটস্পারের রেকর্ড গোলদাতা তিনিই। তবে দুই দলের হয়ে খেলে একটিও শিরোপা ঝুলিতে ভরতে পারেননি কেইন। সবশেষ দুই ইউরোর ফাইনালে হারে তার নেতৃত্বাধীন ইংলিশ দল। এর আগে স্পার্সদের হয়ে কেইন ফাইনাল হারেন তিনটি। ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লীগে দুইয়ে থেকে শেষ করে কেইনের টটেনহ্যাম। গত মৌসুমে বাভারিয়ানদের দলে যোগ দিয়ে তিনি এখন পর্যন্ত বুন্ডেসলিগায় ৬১ ম্যাচে জাল খুঁজে নিয়েছেন ৬০ বার। গত মৌসুমে লীগে ৩২ ম্যাচ খেলে ৩৬ গোল করা কেইন এবার ২৮ ম্যাচে গোল করেছেন ২৪টি। প্রথম খেলোয়াড় হিসেবে লীগে দুই মৌসুমেই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ের পথেই আছেন তিনি। শনিবার মাইন্সের বিপক্ষে প্রথমার্ধের যোগ করা সময়ে কেইনের ফাউলে ফ্রি কিক পায় সফরকারীরা। আর তাতেই কপাল পোড়ে এই ৩১ বছর বয়সী ফরোয়ার্ডের। লীগে এই নিয়ে পঞ্চম হলুদ কার্ড দেখলেন কেইন। এ কারণে পরের ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে। ৩১ ম্যাচ শেষে ৭৫ পয়েন্টে টেবিলের শীর্ষেই আছে বায়ার্ন। সমপরিমাণ ম্যাচে ৮ পয়েন্ট কমে দুইয়ে লেভারকুজেন। অর্থাৎ আগামী শনিবার লাইপজিগের বিরুদ্ধে জিতলেই শিরোপা নিজেদের নামে লেখবেন বাভারিয়ানরা। আর সে ম্যাচে দর্শক হয়েই থাকতে হবে হ্যারি কেইনের।