ঢাকা, ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

রিয়ালের স্বপ্ন ভেঙে শিরোপা বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক

(১২ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ১১:২২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:২৪ পূর্বাহ্ন

mzamin

একে তো এল ক্লাসিকো, তার ওপর কোনো টুর্নামেন্টের ফাইনাল। যেমনটা হওয়ার কথা ছিল ঠিক তাই হলো। কী ছিল না কোপা দেল রে’র ফাইনালে? শনিবার গোল থেকে শুরু করে অতিরিক্ত সময়, উত্তপ্ত বাক্য বিনিময় এবং শেষে তিন-তিনটা লাল কার্ড। ভক্ত-সমর্থকেরা যখন টাইব্রেকারের প্রস্তুতি নিচ্ছেন তখন জয়সূচক গোলটি করে বসলেন বার্সেলোনা ডিফেন্ডার জুলস কুন্দে। ৩-২ গোলে জিতে শিরোপা উল্লাসে মাতলেন কাতালানরা। 
চলতি মৌসুমে এর আগেও দু’বার দেখা হয় বার্সা আর রিয়ালের। স্প্যানিশ লা লিগা আর সুপার কাপেও কাতালুনিয়ানরা জিতে নেয় ৪-০ ও ৫-২ গোলে। এস্তাদিও দে লা কার্তুজায় এদিন ম্যাচের শুরুটা দেখে মনে হয়েছিল যে আগের দু’বারের মতো এবারও লড়াইটা হবে একপেশেই। তবে পরে ঘুরে দাঁড়ায় রিয়াল। ২২টি শটের মধ্যে এদিন ৯টি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। অল হোয়াইটদের ১৫টির মধ্যে লক্ষ্যে থাকে ৭টি। একাদশ মিনিটে বড় ধাক্কা খায় রিয়াল। চোট পেয়ে মাঠ ছাড়েন ফারল্যান্ড মেন্ডি। ২৮তম মিনিটে পেদ্রির দারুণ এক গোলে এগিয়ে যায় বার্সা। কিছু মিনিট পর লক্ষ্যভেদ করেন জুড বেলিংহ্যামও, তবে এই ইংলিশ মিডফিল্ডার অফসাইডে থাকায় বাতিল হয় গোলটি। প্রথমার্ধে যেখানে বার্সার ৯টি শটের ৪টিই ছিল লক্ষ্যে, সেখানে রিয়ালের একমাত্র শটটিও ছিল লক্ষ্যভ্রষ্ট। আক্রমণের ধার বাড়াতে বিরতির পর ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে মাঠে নামান কার্লো আনচেলোত্তি। মূলত এরপরই বদলে যায় মাঠের চিত্র। বেশ কিছু আক্রমণের পর ৭০তম মিনিটে ফ্রি কিক পায় লস ব্লাঙ্কোসরা। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে সমতাসূচক গোলের উল্লাসে মাতেন এমবাপ্পে। টানা আক্রমণে সাত মিনিটের মধ্যে এগিয়ে যায় রিয়াল। টানা তিন কর্নারের শেষটিতে হেডে জাল খুঁজে নেন অহেলিয়া চুয়ামেনি। ৮৪তম মিনিটে থিবো কর্তোয়ার ভুলে সমতাসূচল গোলটি পেয়ে যায় বার্সা। রুডিগারকে পেছনে ফেলে এগিয়ে যান ফেররান তরেস। বিপদ দেখে আগে ছুটে আসলেও বলের নাগাল পেতে ব্যর্থ হন কর্তোয়া। ম্যাচে তখন ২-২ গোলের সমতা। যোগ করা সময়ের শেষ মিনিটে পেনাল্টি পায় বার্সা। তবে রিয়াল খেলোয়াড়েরা প্রতিবাদ জানালে ভিএআর মনিটরে দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি, উল্টো ডাইভ দেবার কারণে হলুদ কার্ড দেখেন রাফিনহা। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। এর মধ্যে তরেস একবার গোল করলেও অফসাইডে বাতিল হয় সেটি। ১১৬তম মিনিটে কুন্দের গতিময় শটে পরাস্ত হন কর্তোয়া। সেই সঙ্গে টুর্নামেন্টের ৩২তম শিরোপা নিশ্চিত হয় বার্সেলোনার।

শেষ বাঁশি বাজার কিছু আগে এমবাপ্পে ফ্রি কিক না পাওয়ায় রেফারির দিকে তেড়ে যাচ্ছিলেন অ্যান্টনিও রুডিগার। তাকে থামায় সতীর্থরা। পরে রিয়ালের বেঞ্চের দিক থেকে কিছু একটা ছুঁড়ে মারা হয় রেফারির দিকে। জিনিসটা কে মেরেছেন সেটি পরিষ্কার নয়। তখন রুডিগারকে লাল কার্ড দেখান রেফারি বেনগোচেয়া। কয়েক মুহূর্ত পর লুকাস ভাসকেজকেও। এ তালিকায় পরে যোগ হন বেলিংহ্যামও। ২০২১-এর পর প্রথম কোপা দেল রে জিতল বার্সেলোনা। ১৯৯০-এর পর এই কাপ প্রতিযোগিতার ফাইনালে অল হোয়াইটদের বিপক্ষে এটিই কাতালুনিয়ানদের প্রথম জয়।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status