অনলাইন
‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ১২ মার্চ ২০২৫, বুধবার, ১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩০ অপরাহ্ন

দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করেছে সরকার। বুধবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে এ তথ্য জানা যায়।
প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় সরকার।
পাঠকের মতামত
সঠিক সিদ্ধান্তের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।
আশা করি যায়যায়দিন নতুনভাবে ফিরে আসবে শফিক রেহমানের হাত ধরে আর আমরাও ফিরে পারো যায়যায়দিনে লেখার সুযোগ।কারণ পাঠকই৷ যা লেখক-এই শ্লোগানটা শফিক রেহমান এবং যায়যায়দিনের।
আমার প্রিয়জনের মুক্তির মতই আনন্দের সংবাদ । নবরুপে নবযৌবনে স্বরূপে স্বনামে সমুখে নুতন দিন নুতন বিজয় শুভ ও সুন্দর যেন যায়যায়দিনের হয়।
মেরুদন্ড শক্ত করে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য ডিসি সাহেবকে আন্তরিক ধন্যবাদ। পতিত হাসিনার সরকার কতৃক যায়যায়দিন ছিনতাইয়ের ইতিহাস সকলের জানা আছে। সিনিয়র শ্রদ্বেয় সাংবাদিক শফিক রেহমানকেও সাধূবাদ জানাচ্ছি।