খেলা
বাবরকে নিয়ে রোহিতদের সতর্ক করলেন ওয়াটসন
স্পোর্টস ডেস্ক
(১ বছর আগে) ১১ অক্টোবর ২০২৩, বুধবার, ১২:৪২ অপরাহ্ন
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে ছন্দ দেখাতে পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুই ইনিংসে গ্রিন ক্যাপ স্কিপারের সংগ্রহ ১৫ রান। ভারত-পাকিস্তান মহারণের আগে বাবরের এই ছন্দপতন কি সুবিধা দেবে রোহিত শর্মাদের? ভারতীয়দের উদ্দেশ্যে সাবেক অস্ট্রেলীয় অলরাউন্ডার শেন ওয়াটসনের সতর্কবার্তা, বাবরকে হালকাভাবে নেয়া যাবে না।
নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান। সেই ম্যাচে ১৮ বলে মাত্র ৫ রান করে আউট হন বাবর আজম। সবশেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় পাকিস্তান। এই ম্যাচে বাবরের সংগ্রহ ১৫ বলে ১ বাউন্ডারিতে ১০ রান। আগামী ১৪ই অক্টোবর বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। শেন ওয়াটসন স্টার স্পোর্টসের অনুষ্ঠানে বলেন, ‘দেখুন, বাবর একজন উঁচু মানের ক্রিকেটার। হয়তো কয়েকটি ম্যাচে রান পায়নি। (শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে) সে প্রথম যে কয়টি বল খেললো, ভালোই ব্যাট চালিয়েছে।’
বিশ্বকাপের মূলপর্বে এখনো সুবিধা না করতে পারলেও ওয়ার্ম-আপ ম্যাচে ছন্দ দেখান বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ৯০ রানের ইনিংস। শেন ওয়াটসনের বিশ্বাস ভারত ম্যাচের আগে পূর্ণ প্রস্তুতি নেবেন বাবর। ওয়াটসন বলেন, ‘সে বিশ্বমানের একজন ব্যাটার। ভারতের বিপক্ষে অবশ্যই পূর্ণ প্রস্তুতি নিয়ে নামবে ও। বিষয়টি এমন নয় যে, সে অফফর্মে আছে। কেবল রান পাচ্ছে না ও।’
শ্রীলঙ্কার বিপক্ষে ছন্দ দেখান আব্দুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ানরা। দুই ব্যাটারই সেঞ্চুরি হাঁকান। সৌদ শাকিল ও ইফতেখার আহমেদও খেলেন দুর্দান্ত ইনিংস। শেন ওয়াটসনের মতে, সতীর্থদের দুর্দান্ত পারফরম্যান্স বাবরের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেবে। তিনি বলেন, ‘(ভারত-পাকিস্তান) এমন হাইভোল্টেজ ম্যাচে বাবর আজম অবশ্যই ভালো খেলবে। সতীর্থদের দুর্দান্ত ফর্ম থেকেও সে আত্মবিশ্বাস পাবে। আব্দুল্লাহ শফিক, রিজওয়ান তাকে সমর্থন দিতে পারবে... সৌদ শাকিল, ইফতেখার, সবাই অবদান রাখছে।’