খেলা
রেকর্ড রান তাড়ায় বাংলাদেশকে জেতালেন রিতু
স্পোর্টস ডেস্ক
(২ দিন আগে) ১৩ এপ্রিল ২০২৫, রবিবার, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩৫ অপরাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের রান তাড়ায় রেকর্ড ছুঁতে হতো। তবে ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে দল তখন একেবারে খাঁদের কিনারায়। পাড়ি দিতে হবে ২৩৬ রান। তখনই ব্যাট হাতে রূপকথা লিখলেন রিতু মনি। জিততে যখন প্রয়োজন ২ রান, তখন ছক্কা হাকিয়ে গর্জন তুললেন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
টসে জিতে আজ আগে ব্যাটিং বেছে নেয় আয়ারল্যান্ড। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে আইরিশ মেয়েরা সংগ্রহ করে ২৩৫ রান। এর আগে এত রান তাড়ায় জেতার রেকর্ড ছিল না বাংলাদেশের। আয়ারল্যান্ডের হয়ে ৭৫ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন লারা ডিলানি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাবেয়া খান। দু’টি নেন ফাহিমা খাতুন। রান তাড়ায় শুরুতেই খেই হারায় টাইগ্রেসরা। প্রথম ওভারেই রানের খাতা না খুলে ফেরেন ফারজানা হক। স্কোরকার্ডে দুই রান তুলতে দু’টি উইকেট হারায় বাংলাদেশ। এরপর শারমিন আক্তারকে নিয়ে তৃতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যক্তিগত ৫১ রানে আউট হন জ্যোতি। ফের নিয়মিত উইকেট হারিয়ে ৬ উইকেটে দলের সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান। সেই ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে নিয়ে আসেন রিতু মনি। এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন তিনি। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের ফিফটিতে রিতু ছিনিয়ে নেন রেকর্ড গড়া জয়। এর মাঝে নাহিদা আক্তারের সঙ্গে নবম উইকেটে জুটি গড়েন বাংলাদেশের রেকর্ড ৫৪ রানের। এই রিতুকে ছাড়াই গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারায় বাংলাদেশ। বাছাইপর্বে টানা দুই ম্যাচ জিতে রান রেটে অনেকখানি এগিয়ে থেকে শীর্ষে উঠে এসেছে লাল সবুজের প্রতিনিধিরা। ছয় দলের বাছাইপর্বে লীগ পদ্ধতির টুর্নামেন্টের শীর্ষ দুই দল টিকিট পাবে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হতে যাওয়া বিশ্বকাপের।