ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

ক্যারিয়ার সেরা অবস্থানে জ্যোতি ও সুপ্তা

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, বুধবার
mzamin

 নারী বিশ্বকাপ বাছাইয়ে শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ। থাইল্যান্ডকে হারায় রেকর্ড ব্যবধানে। সেই ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। একই ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন শারমিন আক্তার সুপ্তা। দুজনেই র্যা ঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ওয়ানডেতে এখন জ্যোতি ও সুপ্তা দুজনেই ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন। 
গতকাল নারী ক্রিকেটারদের র্যা ঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। ওয়ানডেতে ব্যাটারদের মধ্যে এখন ১৭ নম্বরে আছেন জ্যোতি। বাংলাদেশ থেকে তিনিই সবার উপরে। আর শারমিনের অবস্থান ২৯তম। ওয়ানডেতে এর আগে জ্যোতির সর্বোচ্চ অবস্থান ছিল ৪১ নম্বর। আর শারমিনের সেরা অবস্থান ছিল ৩৯ নম্বর।

নারী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গত বৃহস্পতিবার থাইল্যান্ডকে রেকর্ড ১৭৮ রানে হারায় বাংলাদেশ। সেদিন ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ২৭১ রান করে টাইগ্রেসরা। ৭৮ বলে দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করা জ্যোতি অপরাজিত থাকেন ১০২ রানে। আর শারমিন আক্তার সুপ্তা অপরাজিত থাকেন ৯৪ রানে। পরের ম্যাচে রোববার আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারানো ম্যাচে ৫১ রান করেন জ্যোতি। এতেই ১৬ ধাপ এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। আর আইরিশদের বিপক্ষে সুপ্তার ব্যাট থেকে আসে ২৪ রান। 
আয়ারল্যান্ডকে হারানোর পথে বড় ভূমিকা রাখেন রিতু মনি। রান তাড়ায় ৬৭ রান করে দলের জয়ে নিয়ে ফেরেন তিনি। ম্যাচ সেরা হওয়া এই ক্রিকেটার ১৬ ধাপ এগিয়ে এখন ৮৮তম স্থানে। ওয়ানডে ব্যাটারদের র্যাদঙ্কিংয়ে শীর্ষস্থানে আগের মতোই দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। বোলারদের মধ্যে যথারীতি চূড়ায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।

থাইল্যান্ডের বিপক্ষে ৫টি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস সুমনা। নারী ওয়ানডের ইতিহাসে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার প্রথম কীর্তি সেটি। পরে আয়ারল্যান্ড ম্যাচে দুই শিকার ধরেন লেগ স্পিনার ফাহিমা। র্যা ঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে আছেন তিনি। লেগ স্পিনার রাবেয়া খান আইরিশদের বিপক্ষে ৩ উইকেট নিয়ে ৭ ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে। দুই ম্যাচেই কোনো উইকেট না পেলেও পেসার মারুফা আক্তারের ৬ ধাপ এগিয়ে উঠেছেন ৬০ নম্বরে। কোনো ম্যাচেই উইকেট না পেলেও এখনও বাংলাদেশ থেকে সবার উপরে নাহিদা আক্তার। ২ ধাপ নিচে নেমে এখন তার অবস্থান ১২তম।

খেলা থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status