খেলা
জিম্বাবুয়ে সিরিজে বোলিং কোচ সোহেল ইসলাম, নেই মুশতাক
স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, বুধবারজিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের বোলিং বিভাগের দায়িত্ব পেয়েছেন সোহেল ইসলাম। এই সিরিজে দলের সঙ্গে থাকছেন না পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সোমবার এ ব্যাপারে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপ জেতা কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ গত বছরের এপ্রিলে যোগ দেন বাংলাদেশ শিবিরে। তার সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও ভালো ফলাফল পাওয়ায় মুশতাকের চুক্তির মেয়াদ বাড়ানো হয়। সবশেষ চুক্তিতে বছরে ১৩০ দিন বিভিন্ন ভূমিকায় কাজ করার কথা এই পাকিস্তানি কোচের। এর আগে ২০২১-এ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ড্যানিয়েল ভেট্টরির পরিবর্তে স্পিন বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব সামলান সোহেল। সাবেক এই অফ স্পিনার বাংলা টাইগার্সের কোচ হিসেবেও কাজ করেছেন। তার কোচিংয়ের অভিজ্ঞতা আছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লীগেও (ডিপিএল)। বাংলাদেশ সফরে দু’টি টেস্ট ম্যাচ খেলতে গতকাল ঢাকা পৌঁছেছে জিম্বাবুয়ে।
আজ সকালে যাবে তারা যাবে সিলেটে। সেখানে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০শে এপ্রিল এবং দ্বিতীয় ও ২৮শে এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে শেষ ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইয়ের জন্য অভিজ্ঞদের নিয়ে আসছে জিম্বাবুয়ে। ব্যক্তিগত কারণে আয়ারল্যান্ড সিরিজে শেষ দিকে নাম প্রত্যাহার করে নেয়া অধিনায়ক ক্রেইগ আরভিনও ফিরেছেন জিম্বাবুয়ে দলে।