খেলা
সিমিওনে শুধু কোচ নন একজন গর্বিত বাবাও
স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, বুধবার
স্প্যানিশ লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লো অ্যাটলেটিকো মাদ্রিদ। সোমবার ঘরের মাঠে এরপর ঘুরে দাঁড়ালো স্বাগতিকরা। গোল করলেন পুরো মৌসুম জুড়ে অসাধারণ পারফর্মেন্স করা জুলিয়ানো সিমিওনে। এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের আরেকটি পরিচয় হলো তিনি অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমিওনের ছেলে। বাবা ও ছেলে একই দলের কোচ আর খেলোয়াড় হলে মানুষজনের একটু প্রশ্ন তোলাটা স্বাভাবিক। তবে সে সুযোগ একেবারেই দিচ্ছেন না জুলিয়ানো। অন্যদিকে ছেলের এতটা ভালো পারফর্মেন্স প্রত্যাশা করেননি খোদ অ্যাটলেটিকো বসও! রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে ২৪টি শটের মধ্যে ৯টি লক্ষ্যে রাখে স্বাগতিক দল। ভায়াদোলিদের ৬টির মধ্যে লক্ষ্যে থাকে ৩টি শট। ২১তম মিনিটে পেনাল্টি থেকে সফরকারীদের এগিয়ে দেন মামাদৌ সিল্লা। চার মিনিটের মাথায় পেনাল্টি পায় স্বাগতিকরাও। স্পটকিক থেকে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। এর মিনিট দুয়েকের মধ্যেই এক চোখ ধাঁধানো গোলে অ্যাটলেটিকোকে এগিয়ে নেন জুলিয়ানো। প্রায় মাঝমাঠ থেকে সতীর্থের হাওয়ায় ভাসানো বল পেয়ে ডি বক্সের ডান প্রান্ত দিয়ে ঢুকে যান তিনি। এক প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা তৈরি করে বাঁ পায়ে নেন জোড়ালো শট। গোলকিপারের হাতে বল লাগলেও তা জালে গিয়েই পৌঁছায়। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দু’দল। মাঠে ফিরে ৫৬তম মিনিটে হাভিয়ের সানচেজের গোলে ফের সমতায় ফেরে ভায়াদোলিদ। তবে ৭১তম মিনিটে পেনাল্টি থেকে আবার এগিয়ে যায় অ্যাটলেটিকো। এর আট মিনিটের মাথায় দলের শেষ গোলটি করেন অ্যালেক্সান্ডার সরলথ। লীগে এর আগের ম্যাচেও সেভিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জেতে মাদ্রিদ শহরের ক্লাবটি। এদিনও ঘুরে দাঁড়িয়ে উচ্ছ্বসিত অ্যাটলেটিকো বস। কথা বললেন ছেলের চমৎকার গোলটি নিয়েও। সিমিওনের বলেন, ‘সেভিয়ার বিপক্ষেও এমনটি হয়েছিল (পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানো) এবং আজও হলো। পিছিয়ে পড়ার পর দলের সাড়া দেয়া জরুরি ছিল। পেনাল্টি থেকে গোল হলো, পরপরই জুলিয়ানোর গোলটি এলো। পরে আমরা কিছুটা ধীরগতির খেলা খেলছিলাম, তবে পরে আমরা যেভাবে চেয়েছি সেভাবেই হয়েছে।’
২০১৯-এ অ্যাটলেটিকো মাদ্রিদের যুব দলে যোগ দেন সিমিওনেপুত্র। ৩ বছর পর অভিষেক হয় ‘বি’ দলে। এরপর লোনে খেলেছেন আলাদা দুটি দলেও। তবে চলতি মৌসুমে বাবার অধীনে দ্যুতি ছড়াচ্ছেন এই ২২ বছর বয়সী ফরোয়ার্ড। জায়গা পেয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলেও। ছেলের এমন দারুণ পারফর্মেন্সে সিমিওনে অবাক হলেও, সম্পর্কের খাতিরে এতটুকুও ছাড় পাবেন না জুলিয়ানো, এমনটাই জানিয়ে রাখলেন অ্যাটলেটিকো কোচ। তিনি বলেন, ‘সে সত্যিই অসাধারণ মৌসুম কাটাচ্ছে এবং আশা করি এটি ধরে রাখতে পারবে। তাকে কেউ কোনো কিছু উপহার দেবে না এবং হাতে তুলে দেবে না। কেউ না। সে নিজেও তা জানে এবং অন্য সবার চেয়ে সে আমাকে সবচেয়ে বেশি চেনে।’
এদিনের জয়ে ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনেই থাকল অ্যাটলেটিকো মাদ্রিদ। সমপরিমাণ ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ ও ৭০ পয়েন্টে শীর্ষে বার্সেলোনা।